আসসালামু আলাইকুম শায়েখ,
আমি বিগত কয়েকমাস মাস ধরে মারাত্তক ওয়াসওয়াসার স্বিকার। সবকিছুতেই আমার তালাক হয়ে গেল কিনা ভেবে সন্দেহ হয়। এর আগে আমার করা বিভিন্ন প্রশ্নে আমার তালাক হবে না বলেছেন। গত ৩/৩/২০২৩ তারিখে করা আমার প্রশ্নে আপনাদের উওরের লিঃক :
https://ifatwa.info/69905/
(১) মনের ভিতর সবসময় "তালাক" শব্দ ঘুরতে থাকে। উচ্চারন করে ফেললাম কিনা ভেবে সন্দেহ হয়। মাঝে মধ্যে মনে হয় মুখ দিয়ে বেরিয়ে যাবে। কন্টোল করা কষ্ট হয়ে যায়। তখন জিব্বা নাড়িয়ে ঢোক গিলি। মাঝে মধ্যে ঘুমের ভিতরে স্বপ্নে আমি আমার ওয়াইফকে কেনায়া বাক্য বলতে দেখি। ওয়াশরুমে ঢোকার সময় মনে মনে দোয়া পড়া শেষ হওয়া মাএ মনের ভিতর তালাক শব্দ আসে। ব্রাশ করতে গেলে মনে হয় তালাক শব্দ উচ্চারন করে ফেললাম বোধ হয়। কুলি করার সময় ও ওয়াশরুমে থাকা কালিন এই সমস্যা খুব বেশি হয় আমার।
এরপর, কোন কারনে ওয়াইফ এর সাথে হালকা অভিমান হলে মনে হয় তালাক উচ্চারন করে ফেলবো।
আজ আমার ওয়াইফের সাথে আমার গন্ডোগোল হয়েছে। অফিস যাবার পর আমার ওয়াইফ আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ধরিনি। তখন আমার মনে কল্পনা আসছিল যে, আমার ওয়াইফ হয়তো রাগ করে আমার বাসা থেকে চলে যেতে চাইবে। এটা কল্পনা করে তখন আমার মনে হচ্ছিল আমি যেন "হ্যা" বললাম। অথবা মুখ দিয়ে বাতাস বের করার জন্যও "হ্যা" বললাম বলে মনে হতে পারে। এগুলার জন্য কি তালাক পতিত হবে শায়েখ??
(২) সংসারে সামান্য কিছু হলেই আমার ওয়াইফ বলে যে,আমি বাবার বাড়ি চলে যাবো।
কিন্তু আমি ভয়ে বলতে পরি না যে, যাও।
কারন, এটা কেনায়া শব্দ হয়ে যাবে কিনা সেই ভয়ে।
এবং আমার মনে সবসময় তালাক শব্দ চলতে থাকার দরুন তালাকের নিয়ত হয়ে যাবে সেই ভয়ে।
এখন যদি আমার ওয়াইফ বাবার বাড়ি চলে যেতে চাই, এবং আমি যদি রেগে গিয়ে "যাও" বলি, তাহলে কি এটা কেনায়া বাক্য হবে শায়েখ??
(৩) গতকাল সকালে ওয়াইফের সাথে গন্ডোগোল হয়েছে। তারপর আমি অফিসে আসার পর একটা ছবিতে দেখি যে, একজন লোক তার ওয়াইফের দিকে হাতের তিন আংগুল ইশারা করছে।
এটা দেখার পর থেকে আমার মনেও ওয়াসওয়াসা আশা শুরু হয়ে গিয়েছে। রাতে শোয়ার সময় ও আমি হাতের মুষ্ঠি মেরে শুচ্ছিলাম।মনে হচ্ছিল আমি যেন আমার ওয়াইফের দিকে হাতের আংগুল ইশারা করে ফেলবো। রাতের শেষের দিকে আমার মনে হলো আমার হাতের একটা আংগুল আমার ওয়াইফের দিকে হয়ে আছে, তখনি আমার মনে হতে থাকে যে, এক তালাক হয়ে গেল মনে হয়। সাথে সাথে আমি হাতে মুঠো মেরে ফেলেছিলাম। এমন সন্দেহ মনে আসতেই থাকছে। এতে কি তালাক পতিত হবে শায়েখ??
এসব কথা মনে আসাতে আমি শরিল খারাপ হবার মত মুখ দিয়ে সাউন্ড করছি, তখন ও মনে হচ্ছে আমি "হ্যা" বলছি।