বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ
যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা (আত-তাওবাহ-৬০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/16226
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যাকাতের টাকা বা যাকাতের টাকায় ক্রয়কৃত বই শুধুমাত্র গরীবদেরকেই দেয়া যাবে। ধনী কাউকে দেয়া যাবে না। দিলে যাকাত আদায় হবে না। সুতরাং প্রশ্নের বিবরণমতে ইফতার প্রজেক্টে যাকাতের টাকা ব্যয় করা যাবে যদি শুধুমাত্র গরীবদেরকে ইফতার করানো হয়।নতুবা এতে যাকাতের যাকা দেয়া যাবে না।
(২)
যাকাতের টাকা সারা বৎসরই দেয়া যায়। যেহেতু রমজানে এক টাকা খরচ করলে অনেক টাকা সদকাহ করার সমান সওয়াব পাওয়া যায়, তাই রমজানেই যাকাতের টাকা দান করা উত্তম।
(৩)
আপনাদের যেহেতু ব্যাংকে টাকা গচ্ছিত রয়েছে, তাই আপনাদের উপর ওয়াজিব যে, আপনারা তত্ব তালাশ নিয়ে দেখবেন যে, আপনার বাবার খালাতো ভাই কোন খাত থেকে যাকাত দিচ্ছেন, যদি তিনি সন্দেহমুলক খাত থেকে আপনাদেরকে টাকা দেন, তাহলে আপনারা সেই টাকা গ্রহণ করবেন না।