ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)যদি কোনো টুর্নামেন্টে টাকার বিনিময়ে কাওকে খেলোয়াড় হিসেবে আনা হয়, তবে সেই টাকা নেওয়া বৈধ হবে না।
(২) গোসল এর পর কাপড় পড়ে ফেলেছি এমন সময় সন্দেহের সৃষ্টি হয় যে গোসলের ফরয আদায় হয়েছে কি না(ফরয গোসল জরুরী ছিল এমন অবস্থায়) সে ক্ষেত্রে তাহাররি করবেন।তারপর মন যেদিকে সায় দিবে সে অনুযায়ী আমল করবেন।কোনো অঙ্গ ধৌত করার বাকী থাকলে, শুধুমাত্র সেই অঙ্গকে ধৌত করে নিবেন।
(৩)ভালো কাজ এর বিনিময়ে আল্লাহ এর কাছে যদি বিপদ থেকে রক্ষা পাবার জন্য দু'আ চাওয়া হয়, তবে উক্ত নেক কাজের সওয়াবের বিনিময়ে বান্দা কে রক্ষা করা হতে পারে।আবার আল্লাহ এমনিতেই রক্ষা করতে পারেন।
(৪)যদি কোনো ভাল কাজ করে আল্লাহ এর কাছে চাওয়া হয় এই কাজ এর বিনিময়ে অমুক গুনাহ ছেড়ে দেবার তোউফিক দান করুন, তবে কোনো সমস্যা হবে না।
(৫) কেও যদি নেক কাজ যদি সোয়াব অর্জন কিংবা আখিরাতের পুরষ্কার লাভ এর আশায় করে (আল্লাহ এর সন্তুষ্টি এর কথা ভুলে গিয়ে) তাহলে এতে কোনো সমস্যা হবে না, যদিও উচিৎ ছিলো, প্রত্যেক নেক কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্যই করা।
(৬) পড়াশুনায় উচ্চতর ডিগ্রি অর্জন কিংবা চাকরী করার উদ্দেশ্যে কাফির প্রধান দেশ (যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা কানাডা, রাশিয়া, জার্মানি ইত্যাদি) তে গমন করা যাবে।তবে শর্ত হল, দ্বীন প্রচারের নিয়ত থাকতে হবে।