মেয়েদের যোনীপথে বা পেশাবের রাস্তা দিয়ে বায়ু বের হলে কী ওযু ভাঙবে?আমার বহু বছর ধরে সালাত পড়ার সময় যোনীপথে বায়ু বের হয় ঘন ঘন। আমি ফেসবুকে মেয়েদের গ্রুপ হতে জানতে পেরেছি যে পেশাবের রাস্তা দিয়ে বায়ু বের হলে ওযু ভাঙে না। তাই বিষয়টি বিস্তারিত জানা প্রয়োজন। বারবার ওযু করাটা অনেক কষ্ট সাপেক্ষ। আমি জানি মাযুর ব্যক্তিকে প্রতি ওয়াক্তের নামাযের আগে ওযু করতে হয়। আমি প্রতিবার এশার সালাত পড়ার পর ওযু ভেঙে গেছে ভেবে বিতরের সালাতের আগে ওযু করি। এখন আমি কী ওযু ছাড়াই বিত্র সালাত পড়তে পারব বা এক ওয়াক্তের সালাতের সাথে আরেক ওয়াক্তের সালাত পড়তে পারব?ফরজ গোসলের নিয়ম বিস্তারিত জানতে চাই A-Z.