fotOwa
প্রশ্ন ১::
পরিস্থিতি: আহালের ডেকর বিজনেস হালাল হারাম মিক্স তাছাড়া অপজিট জেন্ডারের সাথে নিয়ম না মেনে কথা বলা,বিজনেস পেইজে ডিজাইনের সাথে মেয়েদের ছবি চলে আসলে সেটাও ব্যবহার, অনৈসলামিক আয়োজন৷
তাছাড়া আয়োজনের পর যে নোংরা পরিবেশ থাকে, যেখানে আহাল প্রায়ই অবস্থান করেন৷
বউ হিসেবে এই টাকায় খেতে চাইতামনা মাঝে, কিন্তু উনি যে রাইড দেন উবারের ওটা থেকে যেটুকু আসে,অল্প কিছু দিলে, জমিয়ে ওনাকে দিয়ে বেসিক খাবার কিনানোর চেষ্টা করতাম
ডেকরের ক্ষেত্রে ১বার বলেছেন ওনার ফটোগ্রাফি বিজনেসের ইনকাম থেকে বিজ্ঞাপন খরচ নেন৷
আহালের বৈশিষ্ট: তিনি সুবিধা মতো কথা পরিবর্তন করেন৷ আরেকবার যখন বলছিলাম ওনাকে "যেহেতু হালালের ব্যাপার আছে আলাদা রাখলে ভালো হয়"৷
তিনি কোনো উত্তর দেননি৷
পুনরায় কয়েক সপ্তাহ পর জিজ্ঞেস করলে বলে এগুলো তো আলাদাই,পার্টনার শিপে৷
(ডেকরের কস্টিংয়ের ব্যাপারটা)
এরকম পরিস্থিতিতে ওনার ডেকরের ইনকামের হুকুম কি?
আর আমি যদি ডেকর থেকে না খেতে বা না নিতে চাই আমি কি জুলুম করছি কিনা, বা ব্যাপার টা কি হচ্ছে?
আর রাইড থেকে শুধু নিলেও তিনি বিরক্ত হোন,যেহেতু এক্ষেত্রে তার পরিবারের সাথে কমন খাবার গুলো খাওয়ার সুযোগ থাকে না, কোনো রকম খাবার খাই৷ আমি বলতে গেলে ওনার অপছন্দেই এভাবে করি
প্রশ্ন ২:
আহালের মূলত ডেকর বিজনেস৷ এছাড়া ফটোগ্রাফি আছে৷ ডেকরেও প্রশান্তি পাইনা,আর দ্বীন মেনে চলার প্রবণতা তেমন না থাকায় তাকে পুরো বিশ্বাস করতে কষ্ট হয়৷ আমার ইচ্ছে যদি সেলাই টুকটাক করার চেষ্টা করে নিজের ও
ভবিষ্যতে কখনো সন্তান হলে তার বেসিক ব্যাপার মেটানো হালালের জন্য৷
পিতা: আব্বুর ইনকাম হালাল (আব্বুর মতে)৷ ওনার যে ডিশের ব্যবসা ওখান থেকে তিনি বলেছেন আয় ঘরের জন্য আসে না৷ আর আব্বুদের অবস্থা মোটামুটি আছে আলহামদুলিল্লাহ৷ আহালের যে পথেই ইনকাম হোক৷ উনি ঋণগ্রস্থ মানুষ৷ যদিও সে অনুযায়ী টাকা থাকলে ভালো খানাও কিনা খান, মাঝে মাঝে বন্ধুদের সংগে ট্যুরে যাওয়ার সামর্থ রাখেন ধার করে হলেও৷
উনি যে রাইড দেন সেখান থেকে আমার বেসিক খরচ কিছুটা মেটানো চেষ্টা করি পুরো না,যেমন ওষুধের টাকা ওটায় হয়নি বলে আব্বুর টাকা থেকে কিনেছিলাম(যদিও শেষ১ সপ্তাহের কিনতে পারসি) ডাক্তার দেখাতে ফ্রেন্ড থেকেও ধার করেছিলাম,মোটামুটি ২ হাজারের মতো মিনিমাম দেনা আমি নিজেই৷ আব্বু আমাকে টাকা দিতে চায়,নিতে লজ্জা লাগে,লাস্ট ৩০০০ এর মতো দিয়েছিলো, ওইটাকা বাবার বাসারই টুকটাক কাজে ব্যয় করেছিলাম, আর নিজের ১ সপ্তাহের ওষুধ কিনেছি৷ আমার স্বর্ণের বলতে এখন বাবার বাসায় ১ জোড়া কানের দুল পড়া কিন্তু শশুড় বাড়ি যাওয়ার আগে রেখে যাবো, ভারি গহনার সেট আব্বুরা দিয়েছিল, ওটা আব্বুদের অধীনেই আছে৷
উপরের এরকম পরিস্থিতিতে ১ জন যাকাত দাতা, আমাকে সেলাই মেশিন কিনতে কিছুটা টাকা দিতে চাচ্ছেন, এক্ষেত্রে আমি কি যাকাতের উপযুক্ত?
(উনি দিতে চাওয়ার কারণ যেহেতু আহালের ইনকাম অস্বস্থি লাগে,বা যে আয় করেন তাতে ঘর চালাতেও হিমশিম খান, বাবার থেকে নিতে লজ্জা লাগে,(যদিও দিলে নেই) হালাল কিছু যেনো করতে পারি এসবের জন্য)