আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু উস্তাজ,আমি গত দুইমাস আগে একটা টিউশন মিডিয়া থেকে টিউশনি নিয়েছিলাম, তোহ টিউশনি কনফার্ম করার নিয়ম ছিলো যে ড্যামো ক্লাস নিতে হবে, যদি গার্ডিয়ানের পছন্দ হয় এবং টাকার বিষয়ে যদি আমার পছন্দ হয় তাহলেই কনফার্ম হবে। তোহ ড্যামো ক্লাস নিয়ে গার্ডিয়ানের পছন্দ হলো,কিন্তু তারা যে মাস শেষে সম্মানিটা আমাকে দিতে চাইলো তা আমার পছন্দ হয় নিহ বিধায় আমি টিউশন মিডিয়াতে কল করে জানাই যে আমার পক্ষে সম্ভব নাহ। তোহ প্রায় ১৫/১৬ দিন পর ঐ গার্ডিয়ান আবার আমাকে কল করে রিকুয়েষ্ট করে তাদের মেয়েকে পড়াতে এবং আমি রাজি ও হয়ে যাই। এইটা আমি টিউশন মিডিয়ায় জানাই নাই।
বলে রাখা ভালো, টিউশন মিডিয়ার শর্ত ছিলো যে প্রথম মাসের সম্মানি পেলে সে সম্মানি থেকে তাদের ৫০% দিতে হবে,যদি গার্ডিয়ান কোনো কারণে প্রথম মাসে ই বাদ দিয়ে দেয় তাহলে আমাকে টাকা ফেরত দিয়ে দিবে কিন্তু আমি ইচ্ছে করে ছেড়ে দিলে টাকা দিতে হবে।
নানা সমস্যার কারণে আমি ছেড়ে দেই এবং উনাদেরও টাকার সমস্যা দেখে আমাকে সরাসরি বলে নাই যে পড়াতে হবে না। মানে উনারাও কনফিউশান ছিলো।
আমার প্রশ্ন হচ্ছে যেহেতু আমি একবার না করে দেয়ার পর তারা ই পরে আমার সাথে যোগাযোগ করে আমি স্বেচ্ছায় যোগাযোগ করি নাই তাহলে কি টিউশন মিডিয়াকে আমার সম্মানির ৫০% দিতে হবে? কারণ আমি তোহ একমাসের মধ্যে ই ছেড়ে দিছি এবং গার্ডিয়ান ও কনফিউজড ছিলো। কি করা উচিত।