ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।
এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনি নিজ সন্তুষ্টির সাথে উক্ত মাল সার্ভিস ম্যানকে দিচ্ছেন, তাই এটা ঘুষ হবে না বরং এটা হাদিয়া বা বখশিশ হবে। আর হাদিয়া জায়েয।
হাদিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1382
ঘুষ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/604
(২) সদকাহ নয় বরং এটা হাদিয়া হিসেবে গ্রহণযোগ্য হবে।
(৩)
বাঁশের কঞ্চী বা ডাল দিয়ে মিসওয়াক করলেও পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে। তবে ডালিমের ডাল দ্বারা মিসওয়াক করা মুস্তাহাব ও উত্তম।
(৪)
সওয়াব অর্থ হল, প্রতিদান।