আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
202 views
in সাওম (Fasting) by (26 points)
রোজার কাজা এর কাফরারা তো ৬০ জন মিসকিন কে ২ বেলা খাওয়াতে হয়, এখন ৬০ জন মিসকিন পাওয়া একটা টাফ ব্যাপার, তো কাফফারা পরিমাণ টাকা যদি ৪-৫ জনের মধ্যে ভাগ করে দিয়ে দেয়া হয় তাহলে কি কাফফারা আদায় হবে?


২ বেলা খাওয়ানোর কাফফারা প্রতি জনে কতো আসবে?

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি বালিগ হওয়ার বৎসর বয়স থেকে যতটা রমজান আপনার সামন দিয়ে অতিবাহিত হয়েছে।এর মধ্যে যতটা রোযা আপনি রাখেননি।বা নিয়তই করেননি।সেগুলোকে হিসেব করে শুধুমাত্র কাযা করে নিবেন।কাফফারার কোনো প্রয়োজন এক্ষেত্রে নেই।

আর যে সমস্ত রোযা আপনি রেখে তারপর ভেঙ্গে দিয়েছেন।যেমন আপনি সাবাসের মাধ্যমে মাধ্যমে একটি ভেঙ্গেছেন।এ রোযার কাফফারা আপনাকে আদায় করতে হবে।
কাফফারা সম্পর্কে জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/102


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি রোযা রাখতে অক্ষম হন, তাহলে আপনি ৬০ জন মিসকিনকে দুই ওয়াক্ত খাবার খাওয়াবেন। যদি আপনি টাকা দিতে চান, তাহলে প্রত্যেকজনকে ১.৬৫ গ্রাম আটার মূল্য যা হয়, তাই দিবেন।

যদি কেউ ৬০ জন মিসকিনকে না পায়, তাহলে সে এক মিসকিনকে ৬০ দিন খাওয়াবে বা সদকায়ে ফিতির সমপরিমাণ তথা ১.৬৫ গ্রাম আটার মূল্য দিবে। এক মিসকিনকে একই দিনে একই সাথে ৬০মিসকিনের খাবারের টাকা দিলে হবে না।

"ولو أباحه کل الطعام في یوم واحدٍ دفعةً أجزأ عن یومه ذلك فقط اتفاقًا، وکذا إذا ملکه الطعام بدفعات في یوم واحدٍ علی الأصح، ذکره الزیلعي لفقد التعدد حقیقةً وحکمًا".  (الدر المختار مع الشامية، کتاب الطلاق / باب الکفارة ۵ ؍ ۱۴۵ ) 

(২)
একজন মিসকিনকে ১.৬৫ গ্রাম আটার মূল্য দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 128 views
0 votes
1 answer 264 views
0 votes
1 answer 267 views
...