ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
মহিলা মহিলাদের ইমাম হতে পারবে। তবে শুধুমাত্র মহিলাদের জন্য জামাতে নামায পড়া মাকরুহে তাহরিমী যা হারামের নিকটবর্তী ।(আহসানুল ফাতাওয়-৩/৩১৩)
(২)
নামাজে সুন্নাহ আদায় অবস্থায় জামা'আত শুরু হয়ে গেলে সুন্নাহ শেষ হতে হতে যদি এক রাক'আত শেষ হয়ে ২য় রাকাতে যুক্ত হয়, তাহলে ১ম রাকা'আত ফাতেহার সাথে সূরা মিলিয়ে পড়তে হবে।
(৩)
প্রথমেই জেনে রাখা ভাল যে,
ফরয নামাযের প্রথম দুই রাকা'তে ক্বেরাত পড়া ওয়াজিব। চার রাকাত বিশিষ্ট পরবর্তী দুই রাকা'তে ক্বেরাত পড়া মুস্তাহাব। (আহসানুল ফাতাওয়া;৩/৭১)
মাসবুক ব্যক্তির নামায পড়ার পদ্ধতি সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
أنه يقضي أول صلاته في حق القراءة وآخرها في حق التشهد حتى لو أدرك ركعة من المغرب قضى ركعتين وفصل بقعدة فيكون بثلاث قعدات وقرأ في كل فاتحة وسورة ولو ترك القراءة في إحداهما تفسد.
মাসবুক ব্যক্তি ক্বেরাত হিসেবে প্রথম থেকে নামাযকে সম্পূর্ণ করবে।এবং তাশাহুদ বৈঠক হিসেবে নামাযের শেষদিককে লক্ষ্য রাখবে।
বিস্তারিত ব্যখ্যা এই যে, কেউ যদি মাগরিবের শেষ রাকা'ত কে পায়,তাহলে সে দুই রাকা'ত কাযা করবে।এমতাবস্থায় তার তিন রাকা'তেই বৈঠক হবে।(কেননা তার প্রথম রাকা'ত যা ইমামের শেষ বৈঠক ছিলো।তাতে ও সে বৈঠক করেছিলো,এবং পরবর্তী রাকা'তে ও সে বৈঠক করেছে যেহেতু তা তার দ্বিতীয় রাকা'ত,এবং তৃতীয় রাকা'তে ও বৈঠক করেছে যেহেতু তা তার শেষ বৈঠক)এবং সে পরবর্তী দুনু রাকা'তে সূরা ফাতেহার সাথে ভিন্ন সূরাকে মিলিয়ে পড়বে।সে যদি কোনো রাকা'তে ক্বেরাত পরিত্যাগ করে নেয় তাহলে তার নামায ফাসিদ হয়ে যাবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
২য় রাকা'আতে জামা'আত পেলে পরের ২রাকা'আতে সুরা মিলিয়ে পড়তে হবে।