ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
فَمَنْ خَافَ مِن مُّوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
যদি কেউ ওসীয়তকারীর পক্ষ থেকে আশংকা করে পক্ষপাতিত্বের অথবা কোন অপরাধমূলক সিদ্ধান্তের এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তবে তার কোন গোনাহ হবে না। নিশ্চয় আল্লাহ তা’আলা ক্ষমাশীল, অতি দয়ালু।(সূরা বাকারা-১৮৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রমজানের অনেক আ'মল রয়েছে।তবে উল্লেখযোগ্য আ'মল হল, রোযা রাখা, তারাবিহর নামায পড়া,তাহাজ্জুদের নামায পড়া, কুরআন তিলাওয়াত করা এবং বেশী বেশী তাওবাহ ও ইস্তেগফার করা। লাইলাতুল কদরকে তালাশ করা।