আসসালামু আলাইকুম।
উওরটা জানা খুব জরুরী।
****১ ,
প্রশ্ন-আমার স্বামী আমাকে বলেন যে তুৃমি অমুক কাজটি করলে আমি তোমার সাথে থাকবোনা।এটা শুনে আমি তাকে বলি যে আপনি এটা কি বললেন আপনার এই কথার কারনে আমি সেই কাজটি করলে আমাদের মাঝে তালাক হয়ে যেতে পারে।আমার কথা শুনে উনি অনেক ভয় পেয়ে যায়। তারপর আমি তাকে বলি যে বিশ্বাস করেন আমি সেই কাজটি করবোনা,পরে তিনি বলেন যে বিশ্বাস ভাঙলে তো আমরা আলাদাই হয়ে যাবো।এএখানে তার নিয়ত কি ছিলো তার নাকি মনে নাই,
এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার স্বামীর কথাগুলোর কারণে আমি সেই কাজটি করলে কি আমাদের মাঝে তালাক পতিত হবে??
****২
,
১৮ নাম্বার কোলামে বিয়ের রেজেস্ট্রি কাগজে সবার বিয়ের সময়ঈ ওইখানে ১ টা রুলস দেওয়া থাকে,
স্বামি আমাকে তালাক এর অধিকার দিসে বা দেয়নি।
এখন প্রশ্ন হলো আমাদের বিয়েতে, ১৮ নাম্বার কোলামে অধিকার দেওয়া নাকি না সেটা আমরা জানি না, কাজী হয়তো হ্যা দিয়ে দিসে,
প্রশ্ন ১- ১৮ নাম্বার কলামে আমার স্বামী হা দেন নি জেনে শুনে, এখন কি সেটা না তে রুপান্তর করতে পারবে,? নাকি ১ বার হা দেওয়া হয়ে গেছে বলে না দেওয়া যাবে না
প্রশ্ন-২ - রেজিস্ট্রি তে হা দেওয়া থাকলে আমি মুখ দিয়েও যদি তালাক গ্রহণ করি নিজের উপরে তাহলে কি তালাক গ্রহন হয়ে যাবে,,? নাকি কাগজ পাঠাতে হবে,?
প্রশ্ন-৩ - তালাক গ্রহন করতে হবে,? নাকি যদি বলি তালাক দিলাম তাতেও তালাক হয়ে যাবে,,?