আসসালামু আলাইকুম।এখন অনেক সময়ই এমন দেখা যায় যে ছেলেমেয়ের লেখাপড়ার কারণে বাবা-মায়েরা বাচ্চাদের রোজা রাখতে দেয় না।আর দ্বীনের বুঝ না থাকার কারনে তারাও রোজা রাখে না।পরে একসময় যখন দ্বীনের বুঝ আসে তখন দেখা যায় তার ৬/৭ বছরের রোজা কাজা!এখন এটা কিভাবে আদায় করতে হবে?ইচ্ছাকৃত একটা রোজা না দিলে তার বদলে টানা ৬০ টা রোজা দিতে হয় আর এটা তো দ্বীনের বুঝ না থাকার ফলে ইচ্ছাকৃত ভাবেই রোজাটা না দেয়া হইল আবার অনেকেই ইচভহে করেই রোজা রাখে না দ্বীনের বুঝ আসার পরে বুঝে যে এটা ঠিক হয় নি কিন্তু ততদিনে তো ৭/৮ বছরের কাজা রোজা বাকি!এখন কি করা যায়?