আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১,আমি একটা কোচিং এ ক্লাস নেই। নতুন নতুন ক্লাস নিচ্ছি,আমার জীবনে এই প্রথম।ক্লাস নিতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হয়।ক্লাস শেষে কয়েকদিন পর বুঝতে পারি,ওদের হয়ত আরো ভালভাবে বুঝানো যেত,বা আমি কোনো টপিক কম জানলেও নিজে আরেকটু পড়াশুনা করে জানাতে পারতাম।বা কোনো তথ্য হয়ত ভুল দিয়েছি।আমার পড়ানো হয়ত আরো ভালভাবে করা যেত।।আমি হয়ত আরেকটু ঘাটাঘাটি করলে এফোর্ট দিলে ভাল হত।
এমন না যে আমি ক্লাসের নির্ধারিত সময় কোনোভাবে কোনো ছুতো তে কাটিয়ে দেই,ক্লাসের প্রিপারেশান নেইনা।বা ক্লাস ভালভাবে নেয়ার চেষ্টা করিনা।আমি আমার তরফ থেকে ১০০% না দিলে ও (৯৫/৯৬%) দেই।এই ৫/৪%মানবীয় দুর্বলতা অথবা আমার নিজের সজ্ঞান ভুল,বুঝতে পারি ভুল হচ্ছে কিন্তু অলসতা বা অন্যান্য কারণে কাটাতে পারিনা।
আমি এজন্য মাসিক বেতনের ক্ষুদ্র কিছু অংশ দান করে দেই।সমস্যা হল আমি নিজেই অনেক কর্জগ্রস্থ,এখন এভাবে দান করলে সমস্যা হয়ে যায়।আবার ভয় লাগে টাকাটা হারাম হচ্ছে কিনা। আমাকে একটা সল্যুশান দিন,আমি কি এভাবে আপাত ভাবে দান করে যাব? না আমার টাকা হারাম হবে?কারণ আমার ভুল গুলো যা হয় তার প্রায় ৯০% অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছা ভুল এবং আমি যেহেত্য নতুন,আস্তে আস্তে শিখতেছি। আল্লাহ তাওফিক দাতা
২,ফরজ নামাজের শেষে তাশাহুদ পড়েই একদিকে সালাম ফিরিয়ে ফেলি ভুলে।যেই 'আসসালা' বলে ফেলছি তখন মনে হয়।তখন এক মুহুর্ত থামি,কি করব না বুঝে আমি দুপাশে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিই।সাহু সিজদা দিয়ে দাঁড়িয়ে জায়নামাজ থেকে এক দু পা হেটে মনে হল সাহু কি একটা দিসি না দুইটা,তখন আবার জায়নামাজ বিছিয়ে দুটা সিজদা দিই বসে।এতে কি নামাক হয়ে যাবে? দরুদ ও মাসুরা পড়িনি।সুধু তাশাহুদ পড়সিলাম।
3, কলেজের ভেতরে জায়গা উচু ও গাছলাগানোর জন্য কিছু মাটি কিনে আনা হয়।আমরা যদি সেখান থেকে অল্প নিয়ে ছোট টবে পেয়াজ লাগাই।উক্ত মাটি নেয়া ও পেয়াজ খাওয়া কি হারাম হবে?