ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
এটা অনুচিৎ তবে কুফরি হবে না।
(২)
জাতীয় পতাকাকে অন্তরে লালন করতে হবে,দেশের মহব্বতকে বিশেষকরে মুসলিম অধ্যুষিত ভুখন্ডকে অন্তরে প্রতিটি কোনায় কোনায় লালন করতে হবে,তবে সেলুট দেয়ার কোনো নিয়ম শরীয়তে নাই । তবে এতে ঈমান ভঙ্গ হবে না।
(৩)
যুলুম নির্যাতন থেকে স্বাধীনতা অর্জন ভালো ও মহৎ কাজ।তাই তার স্বৃতিচারণের জন্য কুরআনের বর্ণনা অনুযায়ী মসজিদ নির্মানই উচিৎ।কুরআনের ঘোষনা অনুযায়ী সৌধ নির্মান পরিত্যাজ্য। বিশেষকরে এমন জিনিষ নির্মাণ করা যাতে ভবিষ্যতে অনেকপ্রকার গর্হিতকাজ হবে সেটা মুসলিম জাতির জন্য অত্যান্ত হতাশাজনক।আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুক।আমীন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/527
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শহীদ মিনারে ফুল দেওয়া অনৈসলামিক। তবে যেহেতু তাতে গায়রুল্লাহর ইবাদত উদ্দেশ্য নয়,তাই শিরক হবে না।