১. আমি বেশ কয়েকমাস যাবত বিভিন্ন ওয়াসওয়াসা দ্বারা আক্রান্ত। সেই ওয়াসওয়াসা গুলোর মধ্যে একটি ওয়াসওয়াসা এমন যে, মনে করুন আমি কাউকে কোনো কিছু ধার দিয়েছি, যেমন টাকা পয়সা বা অন্য কোনো জিনিস। তখন আমার মধ্যে এমন চিন্তা আসে যে আমি মনে হয় তাকে সেই জিনিস বা টাকা একেবারে দিয়ে দিয়েছি, সেগুলো যাকে দিয়েছি তার থেকে আর নেবো না। অথচ আমি কিন্তু ধার দিয়েছি। কিংবা মনে করুন আমি কোনো জায়গায় কাজ করি। মাস শেষে বেতন নিতে হবে, কিংবা কারোর কোনো কাজ করার বিনিময়ে টাকা নিতে হবে। কিন্তু আমার মনে এমন চিন্তা আসে যে আমি বেতন নেবো না ফ্রিতে করে দেবো, কিংবা কারোর কোনো কাজ ফ্রিতে করে দেব। এমন অবস্থায় আমি যদি ধার দেয়া জিনিস ফেরত নিই, কিংবা বেতন বা কাজের টাকা নিই ইত্যাদি নেয়া কি জায়েজ হবে?
এছাড়া আরো একটি ওয়াসওয়াসা হলো, মনে করুন আমার কোনো জিনিস আছে। এখন হঠাৎ করে এমন চিন্তা আসে যে, অমুককে আমি ঐ জিনিসটা একেবারে দিয়ে দেবো। কিন্তু আমি কিন্তু ইচ্ছা করে এমন চিন্তা করতে চায়নি। তাহলে কি আমার সেসব জিনিস যাকে দেয়ার চিন্তা মাথায় এসেছিল তাকে দিতে হবে? সেগুলোর মালিকানা কি আমারই থাকবে? বিষয়টা অদ্ভুত।
২. প্রতিনিয়ত আমার মনে আরো একটি ওয়াসওয়াসা আসে। এর মাত্রা আরো ভয়াবহ। সেটা হলো তালাকের ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা শুরু হয়েছিল তালাকের মাসয়ালা জানার পর থেকে। হুটহাট যেখানে সেখানে এই ওয়াসওয়াসা সমস্যা সৃষ্টি করে। অথচ আমি অবিবাহিত। তালাক হওয়ার মত কোনো কথা আমি মুখে বলি না। কিন্তু প্রচণ্ড ভয়ে থাকি এই ভেবে যে, যদি শর্তযুক্ত তালাকের কোনো কথা বলে ফেলি তখন তো সর্বনাশ। এসব ওয়াসওয়াসার কারণে কিছু ভুলে বলে ফেললে কি সমস্যা হতে পারে?