আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১
আমি এক কর্জে হাসানা ফার্ম থেকে ৩ হাজার টাকা ধার নেই।উনারা সাধারণত নিজের এলাকায় দেয়,বিকাশে দেয়না।তবে আমাকে বিকাশে দিয়েছে।ঠিক ৩০০০ টাকা।এখন ফেরত চাচ্ছে ক্যাশাউট চার্জ সহ।আমি বলেছি সেন্ড মানি খরচ সহ সর্বোচ্চ ৩০০৫ টাকা দেয়ার নিয়ম এর বেশি দিলে সুদ হবে,কারণ ক্যাশাউট চার্জ দিলাম আপনি সেটা অনলাইনেই ব্যয় করলেন তখন? আর আমি তুলতে ত টাকা কেটেছে।উনারা বলে আম্রাত অনলাইনে দেইনা আর অনলাইনে ব্যয় করবোওনা যেহেতু এটা কেনাকাটা করার টাকানা৷ এখন কি আমার ক্যাশাউট চার্জ সহ দেয়া ঠিক হবে? যদি না হয় করণীয় কি? আমি কি বাড়তি টাকা সুদ নিয়ত ছাড়া দিতে পারব?
২, নামাজে শেষ বৈঠকে ডান দিকে সালাম ফেরানোর সময় অনেক সময় এমন হয় যে সালামের আঈন ও বড় হা ভালভাবেউচ্চারণ হয়না। কারণ টানা তাশাহুদ ও দরুদ এক নাগাড়ে পড়ে ফেলিত,শ্বাস আটকে যায় মত হয়।ভাল মুখে থুথু চলে আসে।এতে কি নামাজ নষ্ট হবে? এমন হয়ে গেলে কি সালাম আবার ডানে শুদ্ধ ভাবে ফেরাব?