জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
https://www.ifatwa.info/3920 নং ফাতাওয়ায় উল্লেখ রয়েছে,
আল্লাহ তা'আলা বলেন,
.............. وَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَى أَن تُحِبُّواْ شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَاللّهُ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ
পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না।(সূরা বাকারা-২১৬)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
কে আপনার জন্য কল্যাণকর আর কে অকল্যাণকর? তা আল্লাহই ভালো জানেন।সুতরাং নির্দিষ্ট করে কাউকে পাওয়ার জন্য দু'আ না করে বরং যা আপনার জন্য কল্যাণকর হবে, যিনি আপনার জন্য কল্যাণকর হবেন, তার জন্যই আপনি দু'আ করবেন।
আল্লাহর কাছে আপনি এভাবে দু'আ করবেন,
হে আল্লাহ!
যে আমার জন্য কল্যাণকর হবে,তাকেই আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দেন। অথবা ঐ মহিলা যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে তাকেই আমার জন্য জীবন সাথী বানিয়ে দিন।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
ঐ আলেম ছেলেটি যদি এগোতে চায়,এগোতে পারে।
তবে প্রশ্নের বিবরণ মতে আপনার প্রতি পরামর্শ থাকবে, সবকিছু মন থেকে মুছে স্রেফ আল্লাহর উপর এটুকুই তাওয়াক্কুল করবেন যে ইন শা আল্লাহ আল্লাহ উত্তম সময়ে উত্তম মানুষটিকে দিবেন।
আপনার পেরেশানির কিছু নেই।
আপনি যেভাবে দোয়া করতে চাচ্ছেন,এমন দোয়া করা যদিও জায়েজ,তবুও এভাবে দোয়া না করে উপরে উল্লেখিত পদ্ধতিতে দোয়া করবেন।
(০২)
১০ জন মিসকিনের প্রত্যেককে সদকায়ে ফিতর সমপরিমাণ করে টাকা বা সমপরিমান মূল্যের খানা খেতে দিবেন।
আপনি যদি সামর্থবান না হোন,সেক্ষেত্রে ৩ টি রোযা আদায় করবেন।
(০৩)
★এক্ষেত্রে যোনীর ভেতর থেকে যদি প্রথমে ঘন আঠালো এক ফোঁটা কিছু ও পরে ঘন অন্যান্য সময়ের স্রাবের মতোই কিছু পরিলক্ষিত হয়,তাহলে ঘন আঠালো যেটি বের হয়েছে,এটি কি? যদি এটি সম্পর্কে বীর্য বা মযি সম্পর্কে নিশ্চিত হয়, তাহলে গোসল ফরজ হবে।
নতুবা গোসল ফরজ হবেনা।
তবে সন্দেহ হলে সতর্কতামূলক গোসল করারই পরামর্শ থাকবে।
মহিলাদের বীর্য চেনার পদ্ধতিঃ-
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম অন্য এক প্রসঙ্গে বলেন,
مَاءَ الرَّجُلِ غَلِيظٌ أَبْيَضُ وَمَاءَ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَرُ
“সাধারণত পুরুষের বীর্য হয় গাঢ় ও সাদা এবং স্ত্রীলোকের বীর্য হয় পাতলা ও হলদে।” (সহীহ মুসলিম-৩১১,মিশকাত-৪৩৪)
এ সম্পর্কে আরো জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/11414
এ সম্পর্কে আরো জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1689
★আর স্বপ্নে বাজে কিছু দেখলে উঠার পর যদি অন্যান্য সময় যেমন স্রাব হয় ওইরকম কিছু থাকে তাহলে গোসল ফরজ হবেনা।
★এক্ষেত্রে স্বপ্নে কিছু না দেখলেও জেগে উঠার পর যোনীপথের বাইরে সাধারণ স্রাবের মতো কিছু থাকে।
তাহলেও গোসল ফরজ হবেনা।
তবে বীর্য বা মযি সম্পর্কে নিশ্চিত হলে গোসল ফরজ হবে।