শাকিল শয়তানের ওয়াসওয়াসায় পরে মনে মনে তার স্ত্রীকে নিয়ে বলল, তালাক দিলাম। এইভাবে সে মনে মনে ২ দিন স্ত্রীকে তালাক দেয় কারন শয়তান তাকে এইসব ভাবায়।
তারপর একদিন শাকিল মুখে উচ্চারণ করে বলে, "প্রথমদিন থেকে শয়তান তালাক নিয়ে যা মনে মনে বলিয়েছে, যা ভাবিয়েছে, যা ওয়াসোয়াসা দিয়েছে, যা যা দুশ্চিন্তা দিয়েছে, সবকিছু স্ত্রীর উপর থেকে উঠায় দিলাম।" এই বাক্য শেষ হওয়ার পরেই শাকিল আবার বলল, উঠায় দিলাম, তুলে দিলাম। পরবর্তীতে, উঠায় দিলাম, তুলে দিলাম বলাতে শাকিলের কোনো তা*** এর নিয়ত ছিল না।
শাকিল এইভাবে বলে কারন সে অনেক ভয়ে ছিল, দুশ্চিন্তা করছিল, তাই ওয়াসোয়াসা থেকে শাকিল দূরে থাকার জন্য শাকিলের মন কে শান্ত করতে এইভাবে বাক্য গুলো বলে।
শাকিলের কোনো তা*** এর নিয়ত ছিল না।
এইভাবে বাক্যগুলো বলাতে কি শাকিলের বিবাহের সমস্যা হবে?
শাকিলের এইভাবে বাক্য গুলো বলাতে ও এইখানে শাকিলের কোনো নিয়ত না থাকলে তাহলে কি তালাক হবে?