وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান মতে সংরক্ষিত প্রকাশনায় প্রকাশকের অনুমতি ব্যতীত ঐ প্রকাশনার কোনো পিডিএফ বানানো যাবেনা,তাহা পড়া যাবেনা।
এটি উক্ত প্রকাশনীর সাথে ধোকা দেওয়া হবে।
,
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
বিস্তারিত জানুনঃ
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি যেহেতু গত বছর উদ্ভাস উন্মেষে আমি ভর্তি ছিলেন। ওদের ওয়েবসাইটে মেডিকেলের দাগানো বইয়ের পিডিএফ ছিল। যেগুলা ডাউনলোড করার অপশনও ছিল। কিন্তু আপনি তাহা ডাউনলোড করেননি।
তার মানে আপনি পিডিএফ পাওয়ার হকদার ছিলেন।
,
পরবর্তীতে বইগুলো রিমুভ করার পর আপনি সেই পিডিএফ গুলি টেলিগ্রামের অন্য একটা গ্রুপ থেকে নিয়েছেন।
যেই পদ্ধতিটি উদ্ভাস উন্মেষের কর্তৃপক্ষের পক্ষ হতে অনুমোদিত নয়।
তারপরেও আপনি যেহেতু উদ্ভাস উন্মেষে গতবছর ভর্তি ছিলেন,সুতরাং আপনি যদি সেই পিডিএফ পাবলিক গ্রুপ থেকে ডাউনলোড করেন,তাহলে সেই পিডিএফ ইউজ করা আপনার জন্য জায়েজ।