বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
নামাজের জন্য অন্যতম একটি শর্ত হলো শরীর পাক হওয়া।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ ثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۴﴾
আর আপনার পরিচ্ছেদ পবিত্র করুন।
(সুরা মুদ্দাচ্ছির ০৪)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে কাপড় নাপাক হওয়ার বিষয়ে নিশ্চিতভাবে জেনে সেই কাপড়েই নামাজ আদায় করলে প্রশ্নের বিবরণ মতে যদিও আপনার ঈমান চলে যাবেনা, তবে মারাত্মক গুনাহ হবে।
আর নাপাকির ব্যাপারে অহেতুক সন্দেহ ও ওয়াসওয়াসা আসলে ওয়াসওয়াসাকে পাত্তা না দিয়ে সেই কাপড়ে নামাজ পড়া যাবে।
তবে নাপাকির ব্যপারে নিশ্চিত হলে বা প্রবল ধারনা হলে সেই কাপড়ে নামাজ আদায় জায়েজ হবেনা।
বিস্তারিত জানুনঃ-
(০২)
প্রশ্নের বিবরণ মতে উক্ত ব্যাক্তির ঈমান চলে যাবেনা।