আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি নামাজে ভেতর সুরা ইখলাসে আহাদ শব্দে আ কে আঈন হিসেবে পড়ি। আসলে হা তে বড় হা এটা আমি কেন জানি ভুলে গিয়েছিলাম,তাই ভেবেছিলাম আঈন যবর আ আর হা যবর হা আর দাল সাকিন এটাই সঠিক।পরে নামাজ পড়ে সন্দেহ হলে চেক করে দেখি আসলে আহাদ বানানে বড় হা রয়েছে আলিফ রয়েছে।আমি উক্ত নামাজ আবার পুনরায় পড়িনাই।কারন ওয়াক্ত পার হয়ে গিয়েছে।আমার কি নামাজ পড়তে হবে?