আসসালামু আলাইকুম,
আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। স্কুলে প্রতিদিন নিয়ম অনুযায়ী পিটি অর্থাৎ জাতীয় সংগীত, পতাকা স্যালুট , শপথ বাক্য পাঠ করাতে হয়। অনেকের মতে জাতীয় সংগীত, পতাকা স্যালুট , শপথ বাক্য এগুলো পাঠ করা ঠিক নয়। এখন আমার প্রশ্ন হল - এগুলো কি জায়েজ আছে ? আর যদি জায়েজ না থাকে আমার কি করনীয় ?