ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) দরজার ছিটকিনিতে বী'য লেগে শুকিয়ে গেছে।হাতে মুখে তেল দিয়ে সেই হাত দিয়ে যদি ছিটকিনি স্প'শ করা হয়, তাহলে হাত নাপাক হবে না। কেননা নাপাকির ইয়াকিন বিশ্বাস ব্যতিত হাত নাপাক হবে না।
(২) এক দিরহাম পরিমান দৃশ্যমান নাজাসত যদি কাপড় বা শরীরে লাগে, তাই সেই কাপড় বা শরীর নাপাক হিসেবে বিবেচিত হবে।
(৩)ওয়াসওয়াসা থেকে বাচতে নেককার ব্যক্তি, আলেম, ইমাম সাহেব মুওয়াজ্জিন সাহেবে দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে জম হবে
(৪)নাপাকি ধোয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার সময় যদি সাবানের ফেনা ট্যাপে লাগে, তাহলে ট্যাপ নাপাক হবে। সুতরাং ট্যাপকে ধৌত করতে হবে।