ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ব্যবসায় কি পরিমান লাভ করা যায়?
ইসলামী শরীয়তে এর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, বরং যেকোনো জিনিষ উভয়ের সন্তুষ্টিতে যেকোনো মূল্যে ক্রয়-বিক্রয় করা যায়।
ক্রয়-বিক্রয়ে আমাদেরকে অবশ্যই দুটি দিক খেয়ালে রাখতে হবে।
প্রথমতঃউভয়ের সন্তুষ্টি আছে কি না নেই?
দ্বিতীয়ত জুলুম হচ্ছে কি না?
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কেউ যদি কোনো জিনিস দোকান থেকে কিনে গায়ে লেখা দাম থেকে বেশি দামে বিক্রি করে, তবে সেই ক্রয় বিক্রয় বাবৎ প্রাপ্ত মুনাফা বৈধ হলেও জুলুমের গোনাহ অবশ্যই হবে।
(২) জামায়াতে কোনো রাকাতের রু'কু পেয়ে গেলে সেই রাকাত একাকি পড়া লাগবে না। মসজিদে যদি শেষ বৈঠক শুরু হয়ে যায়,তাহলে এমতাবস্থায়ও শরীক হওয়া যাবে।
(৩) বাংলাদেশে বসবাসকারি কোনো ব্যক্তি যদি দ্বীনের কোনো কিছু সম্পর্কে না জানার কারনে তা আমল করতে না পারে, তার দ্বারা ভুল হয়ে যায় তবে না জানার কারনে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিতে পারেন।তবে আদালতে ইসলাম জানি না বললে, সেই কথা গ্রহণযোগ্য হবে না।
(৪)সহীহ হাদিসের আলোকে নামাজের পর অনেকগুলো জিকরগুলো রয়েছে। উল্লেখযোগ্য যিকির হল, তাসবিহাতে ফাতেমি।