স্ত্রীর সাথে সহবাসের সময় অনেকসময় বিছানা,বালিশ, লেপের কভার ইত্যাদি নাপাক হয়ে যায়। বারবার ধোয়াটা খুব কস্টকর। এভাবে নাপাক হয়ে যাওয়া চাদরের উপর লেগে যাওয়া নাপাকি শুকিয়ে গেলে তার উপর যদি ঘুমানো হয় তবে কি পরনের জামা কাপড় বা শরির (খালি গায়ে শুলে) নাপাক হয়ে যাবে? আর এধরণের ভারি কাপড় পবিত্র করার কোন সহজতর নিয়ম আছে? অনেক সময় নাপাকির জায়গাটা কোথায় তা স্পষ্ট হয়না। তখন পুরোটাই ভেজাতে হয়। তিনবার পরিস্কার করাটা কস্টসাধ্য। এর কোন সহজ সমাধান থাকলে দিন।