ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরআনে কারীমে ইরশাদ হয়েছে :
ﻫﻮ ﺍﻟﺬﻱ ﺟﻌﻞ ﻟﻜﻢ ﺍﻻﺭﺽ ﺫﻟﻮﻻ ﻓﺎﻣﺸﻮﺍ ﻓﻲ ﻣﻨﺎﻛﺒﻬﺎ ﻭﻛﻠﻮﺍ ﻣﻦ ﺭﺯﻗﻪ ﻭﺍﻟﻴﻪ ﺍﻟﻨﺸﻮﺭ-
“আল্লাহ তা‘আলা তোমাদের জন্য পৃথিবীকে করেছেন সুগম, সুতরাং তোমরা তাতে ভ্রমণ কর এবং তার দেয়া জীবিকা থেকে আহার কর, তোমাদেরকে তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে”। (সূরা মুলকঃ আয়াত-১৫)
তবে বিনা প্রয়োজনে সেখানে চাকরী এবং বসবাসের কোনো অনুমিত শরীয়তে নেই। তবে দাওয়াতের উদ্দেশ্যে অমুসলিম দেশ সমূহে যাওয়া যাবে।বা মুসলিম দেশে চাকুরীর কোনো ব্যবস্থা না হলে অমুসলিম দেশ সমূহে যাওয়া যাবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/3447
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একমাত্র দাওয়াহ এর উদ্দেশ্যকে সামনে রেখে,তথা আপনি সর্বদা নিজেকে দাওয়াত ও তাবলীগের কাজে ব্যস্ত রাখবেন,এমন উদ্দেশ্যকে সামনে রেখে আপনি অমুসলিম দেশ সমূহে পাড়ি জমাতে পারবেন।নতুবা পারবেন না।
আপনি যদি দেখেন, অামেরিকা প্রবাসী ঐ ভাই দ্বীনদার হয়, এবং আপনাকে পর্দায় রাখবে এবং ইসলাম সম্মত জীবন যাপন করতে আপনাকে বাধা দিবে না, তাহলে দাওয়াহর নিয়ত রেখে আপনি সেই প্রস্তাব কবুল করতে পারবেন।তবে অবশ্যই এর পূর্বে ইস্তেখারা করে নিবেন।