ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লামা ইবনূল কাইয়ূম রাহ বলেনঃ
ﻳﺠﻮﺯ ﻛﺬﺏ ﺍﻹﻧﺴﺎﻥ ﻋﻠﻰ ﻧﻔﺴﻪ، ﻭﻋﻠﻰ ﻏﻴﺮﻩ ﺇﺫﺍ ﻟﻢ ﻳﺘﻀﻤﻦ ﺿﺮﺭ ﺫﻟﻚ ﺍﻟﻐﻴﺮ ﺇﺫﺍ ﻛﺎﻥ ﻳﺘﻮﺻﻞ ﺑﺎﻟﻜﺬﺏ ﺇﻟﻰ ﺣﻘﻪ،
একমাত্র মিথ্যার মাধ্যমে হক্ব(অধিকার রক্ষা)পর্যন্ত পৌছা নির্দিষ্ট হলে নিজের উপর বা অন্যর উপর মিথ্যা বলা জায়েয যখন এতে অন্যর কোনোপ্রকার ক্ষতি হয় হবে না।(যাদুল মা'আদ-২/১৪৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার উচিৎ ছিলো, তাওরিয়াহ করা।অথবা ফোন না করা।যেহেতু ঝামেলা বেধেই গেছে, এবং আপনি মিথ্যা বলে নিয়েছেন, তাই এখন আল্লাহর কাছে তাওবাহ ইস্তেগফার করেন। হ্যা, আপনি আপনার স্বামীর প্রতি বিশ্বাস রাখবেন। স্বামীর তো একাধিক বিয়ের অনুমোদন রয়েছে, সুতরাং এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই আসতে পারে না। হ্যা, স্বামীর উপর ওয়াজিব যে, তিনি হারাম সম্পর্ককে পরিত্যাগ করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।