আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
179 views
in দাফন ও জানাজা (Burial & Janazah) by (73 points)
আসসালামু আলাইকুম।
১.নামাজরত ব্যক্তির ঠিক সামনে একজন অবস্থান করছেন । নামাজরত ব্যক্তির নামাজ শেষ হওয়ার আগে সামনে থাকা লোকটি  চলে যেতে  পারবে কি না? নাকি নামাজ শেষ হওয়া পর্যন্ত ওখানেই থাকতে হবে?
২.ওযু করতেছেন এরকম ব্যক্তি  সালাম দিতে ও সালামের জবাব দিতে পারবেন কি না?
৩. দাফনের পর খেজুরের ডাল বা অন্য গাছ পুঁতে দেয়া হয়। পুুঁতার সময় সূরা পড়া হয়।এক্ষেত্রে চারজন চারটি সূরা পড়েন এবং চার কোণে ডাল গেঁড়ে দেন ।এসম্পর্কে  জানা দরকার।

1 Answer

0 votes
by (606,150 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নামাজরত ব্যক্তির ঠিক সামনে যদি অবস্থান করেন,নামাজ পড়েন। নামাজরত ব্যক্তির নামাজ শেষ হওয়ার পূর্বে সামনে থাকা ঐ লোকটি চলে যেতে পারবে, এতে কোনো সমস্যা নেই।

(২)
অজু করছেন এমন ব্যক্তিকে  সালাম দিলে, সেই ব্যক্তির উপর সালামের জবাব ওয়াজিব হবে না।হ্যা, ঐ ব্যক্তি যদি সালামের জবাব দিয়ে দেন, তাহলে তাতেও কোনো সমস্যা নেই।
অজুরত অবস্থায় সালাম না করাই উচিৎ।
الدر المختار: (126/1)
ومن آدابہ ۔۔۔۔۔۔۔۔۔ وعدم التکلم بکلام الناس الا لحاجہ تفوتہ

(৩)
কবরস্থানে বৃক্ষ রোপন করা, এটা হুজুর সাঃ এর সাথে খাছ ছিলো। বৃক্ষরোপণ করলেই যে কবরের আযাব হালকা হয়ে যাবে সেটা নিশ্চিত কোনো বিষয় না।রাসূলুল্লাহ সাঃ কে অহীর মাধ্যমে উক্ত কবরের আযাব হালকা করণের কথা জানিয়ে দেয়া হয়েছিলো।বর্তমান ফিতনার সময়ে কবরে বৃক্ষরোপণ বা ফুল ছিটিয়ে দেয়া কখনো উচিৎ হবে না।(কিতাবুন-নাওয়াযিল-১/৬৮২)
তবে যদি কারো অন্তর বেদআত-রুসুমাত থেকে পবিত্র থাকে, তাহলে তার জন্য রাসূলুল্লাহ সাঃ এর পদ্ধতির অনুসরণ মূলক সে বৃক্ষরোপণ করতে পারে।বিশেষ করে যদি নিজস্ব পারিবারিক কোনো কবরস্থান থাকে।যেমনটা কোনো কোনো স্থানে বর্ণিত রয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/306


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...