আসসালামু আলাইকুম,
১. কোন কাজ হালাল হলেই কি তার উপার্জন হালাল হবে?
২. প্রতিষ্ঠান নিজে চলার জন্য বা কোন ভাবে সুদের সাথে জড়িত বা দূর্নীতি গ্রস্ত হলেও আমার কাজ হারাম না হলে উপার্জন হালাল হবে। ঠিক আছে আমার কথা?
৩. এখন প্রায় সব সরকারি বেসরকারি বিল্ডিং স্থাপনা নির্মান এর জন্য ব্যাংক লোন নেয়। সেক্ষেত্রে, এসব স্থাপনা নির্মান কাজ যেহেতু হারাম নয়, তাই ইঞ্জিনিয়ার দের অর্থ ও হালাল হবে? কথা কি ঠিক?
৪. প্রতিষ্ঠান নিজে, বাড়ি বানাতে যারা চান তাদের লোন নেয়ার ব্যবস্থা করলেও সে প্রতিষ্ঠান এ কাজ করা ব্যক্তিদের মূল কাজ সুদের সাথে না হলেও তাদের বেতন হয়ত সুদের কিছু অংশ থেকেই আসে। তাহলে তাদের কাজ ঠিক হওয়ায় বেতন হালাল?
আমার উপরের সব প্রশ্ন প্রায় একই উদ্দেশ্য এর।
৫. ইসলাম এ কি সৌন্দর্য্য বাড়ায় এমন কাজ নিষিদ্ধ? মানুষ যদি প্রয়োজন পূরনের পাশাপাশি দেখতে সবচেয়ে আলাদা বা সুন্দর হয় এমন করে স্থাপনা নির্মান করে সেটা কি ভুল? স্থপতিদের এরকম নকশা প্রণয়ন কি ভুল?
৬. যদি স্থপতিদের এরুপ নকশা প্রণয়ন ভুল হয় তাহলে তাদের উপার্জন কতটা হালাল হবে? কারণ, তারা একটি স্থাপনা টিকে থাকতে, মজবুত হতে, কাজে লাগতে, এসব বিষয় ভেবেও নকশা করেন। শুধু অতি সুনদর করা বাদ দিলেও ত কত কাজ করেন।