Assalamualaikum Wa rohmatullohi wa barokatuh
আজকে মাগরিবের তিন রাকাত ফরজ সালাতের তৃতীয় রাকাতে যখন তাশাহহুদ একটু পড়েফেলেছিলাম তখন সিজদ সংখ্যা নিয়ে সন্দেহ হচ্ছিল তাই আমি আরেকটা সিজদা দিয়ে তাশাহহুদ দরুদ দোয়া মাসুরা পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে সালাতের শেষে সাহু সিজদা দি আমার কি নামায হবে? অনাকি আবার পড়তে হবে?
ওয়াসওয়াসার জন্য আমার ব্রেইন অনেক হেং হয়ে যায়, প্রবল ধারণা করতে পারি না অনেক বেশি ওয়াসওয়াসা আসে মনোযোগী হওয়ার ট্রাই করি কিন্তু আবার ওয়াসওয়াসার জন্য আজে বাজে চিন্তা আসে। আমি যেমন নরমালি যেই কুফরি চিন্তা আসে সেইগুলা পাত্তা না দিলে চলে যায়,, নামাযের এই ওয়াসওয়াসা কে পাত্তা না দিয়ে আমি যদি নামায কনটিনিউ করি আমার কি নামায হবে না? আমার সময়ে বারাকাহ কমে যায় প্রবল ধারণা করতে পারি না ইবাদতে স্বাদ পাচ্ছিনা, শান্তি পাচ্ছি না আমি কি করতে পারি?
উস্তাদ আমি তো আই ওম এ পড়ছি ইলম অর্জনে আছি তাও ওয়াসওয়াসা আসছে এইটা কি ঠিক? ইলম অর্জন করলে তো ওয়াসওয়াসা চলে আমার বেড়ে যাচ্ছে আমি কি করব?