আমার ফুফুরা ৪জন। তারা বাপের বাড়ির সম্পদ নেই নী আমার দাদা থেকে। দাদা তাদের থেকে কথা নিয়েছিলেন যে তারা কি সম্পদ চায় কিনা? তখন তারা 'না'করেছিলেন। এরপর দাদা মারা যাওয়ার অনেক বছর পড়ে তারা বাবার কাছে সম্পদ নিবে বলে, কিন্তু তারা কোনো অবস্থাতেই মানে নী। বাবা চেয়েছিল তাদের ফসলের জমি থেকে দিবে, আমাদের প্রায় জমি ফসলের জমি, পুকুর আর একটা জায়গা আছে ১২ডিসিম সেখানে আমরা দোকান করেছি+গ্যাস এর line নামাইছে বাবার নিজ টাকায় আর আছে আমাদের ভিটি বাড়ির। কিন্তু তারা ঐ ১২ ডিসিম নিতে চেয়েছিল। কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব না।
আমার ফুফুদের কাছে থেকে আমরা অনেক টাকা পাওনা আছি।প্রায় ৩০/৩২ লক্ষ টাকা। এই টাকা তারা দিতে অস্বীকার করে। আমার এক ফুফা থেকে ২৭ লক্ষ পাই উনি মারা গেছেন। ওনার ছেলের সাথে মিটিং হয়েছে তারা টাকা কমিয়ে ৩লক্ষ টাকা পাবো বলতেছে। আমরা অনেক evidence, স্বাক্ষ দেখিয়েছি তার পড় ও তারা অস্বীকার করছে। তারা এখন আমাদের জন্য মামলা করেছে,অনেক লোকদের টাকার লোভ দেখাচ্ছে।যার কারণে আমরা কারো থেকে ন্যায় বিচার আশা করতে পারছি না।
আমাদের এই সমস্যা অনেক বছর যাবৎ। শুরু থেকে শেষ পর্যন্ত আমার বাবা-মা আমরা কখনো তাদের সাথে খারাপ আচরণ করি নী, তাদের হক নষ্ট করি নী।এতো অত্যাচার করার পরও তাদের না হক করি নী।তারা শুরু থেকেই আমাদের জুলুম করতেছে চিল্লাচিল্লি ঝগড়া ঝাটি আমাদের অপমান করার কোনো পথ আর বাকি রাখে নাই। বাবা মারা গেছেন,দূর সময়েও আমরা আমাদের টাকা পাই নাই, আমাদের কি অবস্থা খবর এই নাই। বাড়িতে এসে আমাদের বকাবকি করে, আমরা প্রতিউত্তর কখনোই করি নাই। এখন আমরা একদম নিরউপায়। আমরা চাই না, ঘুষ খাওয়াতে, হারাম কাজ করতে নিজেদের স্বার্থ উদ্ধার করতে। আমরা এখন কি করবো। তাদের কীভাবে জায়গা জমি বুঝিয়ে দিবো ইসলামি শারীয়াহ কি বলে এই ক্ষেত্রে? আমাদের একটা solution দিন প্লিজ। আমরা জুলুমের শিকার। আর ভালো লাগে না। বাবাকে এক জীবন কাঁদতে দেখছি। এখন মা কে এই অবস্থায় আর ভালো লাগে না। আমরা কেউ জায়গা জমি নিয়ে কবরে যাবো না।।আমাকে জানান কিভাবে আমি এসব থেকে একদম solution পেতে পারি, কোনো আমল/দোয়া আছে কি ?? মেয়েদের কীভাবে হক দেয়ার কথা বলা হয়েছে ইসলামে?