আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
নিচের প্রশ্নটি ছেলেদের চুলের কথা বলেছি।আপ্নারা হয়ত বুঝতে ভুল করেছেন।পূর্বের প্রশ্নে
১, আমি ছেলে, আমি নামাজ পড়ছিলাম,কিছু লোক আমার দিকে তাকিয়ে ছিল,আমি বুঝতে পারসিলাম,নামাজের আগে আমার চুল ইচ্ছা করে এলোমেলো করে রেখেছিলাম,দেখতে উদ্ভট লাগতেসিলো।বড় চুল। যখন বুঝি লোকেরা তাকাই আছে তখন এক হাত দিয়ে চুল টা কপাল থেকে সরাই দেই।যাতে উদ্ভট না লাগে।এতে কি নামাজ নষ্ট হবে?
২ নামাজে হাতা গুটানো ছিল।ত এভাবে নামাজ পড়া ফাসিদ হয় বা মাকরুহ।যখন খেয়াল হয় তখন কিরাত পড়ছিলাম,তাই রুকুতে যেতে যেতে এক হাতা গুটানো খুলি।উঠতে উঠতে আরেকটা।তখম মনে হল এভাবে হাতা গুটানো খোলা দেখলে কেউ ভাবতে পারে নামাজে আছি কিনা।তাই এটা আমলে কাসীর হল কিনা।
পূর্বে একবার এরকম একটা কেসে বলেছিলেন এতে সমস্যা নাই নামাজ হবে।আমি স্পেসিফিক ভাবে এই কেসে নামাজ নষ্ট হবে কিনা জানতে চাচ্ছি
৩,রুকুতে তাসবীহ পড়তে যেয়ে অনেক সময় 'আযীম' শব্দে আ তে এক আলিফ /হাফ আলিফ টান পড়তেছে।আবার ইখলাস সুরাতে শেষ আয়াতে আহাদ শব্দে,আঈন যবর আ তে এক/হাফ আলিফ টান পড়ে গেলে কি নামাজ নষ্ট হবে?