এক বোনের প্রশ্ন
তার নানা মূমুর্ষ অবস্থায় তাকে তার পাশে বসিয়ে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা হয়।
তার পরিবারে সেই একমাত্র দ্বীন প্রাক্টিস করে তাই তাকে সবাই তালকীন করতে বলে।কিন্তু তখন আশেপাশে অনেক গায়রে মাহরাম পুরুষ ঐ ঘরে ছিলো।তাদের সামনে জোরে তালকীন করার জন‍্য যে তার কণ্ঠ গায়রে মাহরাম শুনতে পারবে।
এজ‍ন‍্য কি তার গুনাহ হবে কণ্ঠের পর্দা রক্ষা না করার জন‍্য?
এখন তার কি করা উচিত?
সে তার মাহরাম মামাদের তালকীন করতে বললেও তারা না করে তাকেই করতে বলে কারন সে ধার্মিক।