আসসালামু আলাইকুম হুজুর,
মনের ওয়াসওয়াসা থেকে প্রশ্ন, দয়া করে কষ্ট করে কথা গুলো পড়বেন উত্তর দিবেন,
আমি ইদানীং তালাকের মাসালা পড়ে ওয়াসওয়াসায় পড়ছি।
আমি আগে whatsapp এ স্ত্রীর সাথে কথা বলতাম,,,তবে কখনো তালাকের শব্দ উচ্চারণ করি নাই 100% sure। হয়তো ইংরেজি শব্দে তোমাকে ডিভোর্স দিবো বলছিলাম ভবিষ্যৎ শব্দ ইঙ্গিত করে। তাও মনে নাই কি লিখছিলাম।কোন কথপোকথন এখন মনে নাই.
কিছুদিন আগে মাসালা পড়ে ওয়াসওয়াসা তৈরি হয়, ম্যসেজ গুলা দুইমাস আগেই ডিলেট হয়ে গেছিলো। তাই মনে ওয়াসওয়াসা আর সন্দেহ থেকেই ছিলো।
কিছুদিন আগে WhatsApp এর ডাটা Backup হওয়ার কারনে হয়তো পূর্বের ম্যসেজ হয়তো ফিরে আসতে পারে,,,তবে এ বিষয়ে শিউর না।।। আমি পুর্বের ম্যসেজ না পড়ে,,, আমার আর স্ত্রীর মধ্যে কি কথা হয়েছিলো তা না পড়ে,,আবার সব কিছু ডিলেট করে দেই whatsapp uninstall করে দেই। যাতে শয়তান আর সন্দেহ ওয়াসওয়াসা না দিতে পারে। বা পুর্বের ম্যসেজ চোখে পড়ে আবার কোন মনের মধ্যে সংশয় আর সন্দেহ তৈরি হউক। এজন্য whatsapp uninstall করে দিছি।
WhatsApp unistall করার পর সন্দেহ আরো বেড়ে গেছে যে,,,মনে মনে সন্দেহ আর সংশয় বেড়ে গেছে যে পিছনের ম্যসেজ একটু পড়ে দেখতাম যে কোন তালাকের শব্দ লিখছিলাম নাকি।.
হুজুর আমার পিছনের কোন কথপোকথন এখন মনে নাই আর সন্দিহান সংশয় সবকিছুতে মনের ওয়াসওয়াসা তো আছেই ,এ বিষয়ে কোন সমস্যা হবে নাকি,দয়া করে জানাবেন।