আসসালামু আলাইকুম শায়েখ,
আমার ওসিডি রোগ থাকার কারনে মাথায় বিভিন্ন ধরনের আজে বাজে চিন্তা আসতে থাকে। বিশেষ করে তালাক ও ঈমান নিয়ে। আমার মনকে এসব চিন্তা বা অহেতুক পেরেশানি থেকে আমি কন্টোল করতে পারছি না।
(১) নামাজের ভিতরে আমার মনে এসেছে যে,
নামাজ পড়া শুরু করলে এটা করতে পরবো না, ওটা
এভাবে করতে পরবো না।
আবার,আমার নামাজ শুরু করার পিছনে আমার ওমক
বন্ধুর অবদান আছে।
এসব কথা নামাজের ভিতর মনে আসলে কি ঈমান চলে যাবে শায়েখ?
(২) গত কয়েক বছর আগে একবার আমার স্ত্রীকে "বাসা থেকে বের হয়ে যাও" বলেছি কি বলেনি মনে পড়ছে না। তবে একবার সংসারে গোন্ডোগোল হওয়াতে আমার স্ত্রীকে সকাল হলেই বাসা থেকে চলে যেতে বলেছিলাম। বললেও তালাকের নিয়তে বলেনি। অশান্তি করতো তাই বলেছিলাম। কিন্তু গত কয়েক বছর আগের বলা কথা আজ নামাজের ভিতর মনে হচ্ছে। মনের ভিতর রাগ নিয়ে আমি তাকে মনে মনে বলছি যে "বাসা থেকে বের হয়ে যাও"।একথা মনে হওয়া মাএ আমি হাতে মুঠো মেরে ফেলছি। এবং কথাটি আমার কাছে এতটায় রিয়েল মনে হচ্ছিল যেন আমি উচ্চারন করে বললাম। প্রায় সময়ই আমি মনে মনে তালাক বললেও মনে হয় উচ্চারন করলাম। তারপর থেকে মনে সন্দেহ হচ্ছে উচ্চারন করে বললাম কিনা।
এবং আমার মনে সন্দেহ হচ্ছে আমি যেন উচ্চারন করে কথাটি বললাম। এমন তালাকের উচ্চারনের সন্দেহ আমার প্রায় সময়ই হয়। ওয়াইফের সাথে ফোনে কথা বলার সময় মাথা বাড়াতে থাকি। কথা বলার সময় সব কথায় আমার কাছে কেনায়া বাক্য বলে মনে হয়। কথা বলার সময় মনে তালাক নিয়ে অনেক আজে বাজে কথা আসে। মনে হয় তালাক উচ্চারন করে ফেলবো। আমি খুবই মানসিক অস্থিরতাই আছি শায়েখ। এর আগের অনেক প্রশ্নেও আপনি আমাকে ওয়াসওয়াসার রুগি বলেছেন।
(৩) আবার, তালাক দিয়ে দিলাম শব্দ মনের ভিতর চলে আসার পর যদি হাত কেরাম বোর্ড খেলার মত হাতের আংগুল ঠোকার মত করা হয়, তাহলে কি তালাক পতিত হবে?
(৪) আমার এক বন্ধু ভোর রাতে আমার ফোন বিজি পেয়ে আমাকে বলছে যে, "তোর বউ এর সাথে কথা বলতে ও তো পারিস"
আমি তখন বাইক চালাচ্ছিলাম। একথা শুনে আমার মনের ভিতর আসলো যে, " বউ তালাক দিয়ে দিতে পারলে ভালো হয় "।
এমন কথা মনে আসার সাথে সাথে আমি জোরে কাশি দিতে গিয়ে বাইক নিয়ে প্রায় খাদে পড়ে যাচ্ছিলাম। আমার মাথায় তালাক নিয়ে বিভিন্ন আজে বাজে চিন্তা ফিকির সারাটাদিন চলতে থাকে, আর আমি মাথা চাপড়াতে থাকি। আমার পাগলের মত অবস্থা হয়ে যাচ্ছে শায়েখ। এতে কি তালাক পতিত হবে শায়েখ??
(৫) আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি শায়েখ। আজ ইমামের পিছনে ইশার ফরজ নামাজে সালাম ফেরানোর আগে মনে হলো বায়ু নির্গত হলো।কিন্তু আমি কোন গন্ধ বা শব্দ পাইনি। মনে সন্দেহ হচ্ছিল বায়ু নির্গত হলো না হয়নি। এমন সন্দেহ হচ্ছিল। কিছুদিন আগে একটা হাদিস শুনছিলাম যে, কেউ তিরস্কার করার উদ্দেশ্যে সেজদাহ করলে সে কাফের হয়ে যাবে। সন্দেহ আসার মূহুর্তে এই হাদিস আমার মনে আসছিল, আর আমার মনে হচ্ছিল আমি নামাজকে তিরস্কার করছি মনে হয়। এমন কথা মনে আসছিল। এই দিধাদন্ধ নিয়ে আমি সালাম ফিরালাম। এমন সন্দেহে পড়ে আমি আর সুন্নত পড়তে পারলাম না। এতে কি আমি কাফের হয়ে যাবে শায়েখ??
(৬) নামাজের কিছুক্ষন আগে আমার মনের ভিতর হচ্ছিল যে, "আল্লাহ এটা করতে পারবে না "।
আবার, নামাজের পরে আমি মনে মনে আল্লাহকে বলছিলাম যে, "আল্লাহ তুমি সব থেকে বড়"।
তখনি আবার মনের ভিতর চলে আসলো যে, "নবি সব থেকে বড়"। এটা আমার বিশ্বাসের পরিপন্থি। তারপরেও এসব আজে বাজে কথা আমার মাথায় চলে আসে।
আবার, নামাজের ভিতর আমি আপনাদের কাছে কি বা কিভাবে প্রশ্ন করবো সেটা ভাবছিলাম।
আবার, সকালে আমার মনের ভিতর হচ্ছিল যে, "যেদিন সহবাস করবো সেদিন ফজরের নামাজে যাবো না "। তখন আবার মনে হলো"যাবো না কেন? এমনিতে তো সকালে গোছল করতেই হয় "।
এসব কথা মনে আসার জন্য কি ঈমান নষ্ট হয়ে যাবে শায়েখ??