ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/43048/?show=43048#q43048 ফাতওয়াতে
উল্লেখ রয়েছে যে,
দ্বীনি শিক্ষা হোক, বা দুনিয়াবি শিক্ষা হোক, ইসলামের বিধান হলো ছেলেরা ছেলেদের প্রতিষ্ঠানে এবং মেয়েরা মেয়েদের প্রতিষ্ঠানে
পড়বে। বিশেষত মেয়েদের ক্ষেত্রে এর প্রতি সর্বোচ্চ লক্ষ রাখা ও গুরুত্ব দেয়া আবশ্যক।
কেননা, আল্লাহ তাআলা বলেন,
زُيِّنَ
لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاء
মানবকূলকে মোহগ্রস্ত
করেছে নারী…। (সূরা আলে ইমরান,
আয়াত নং- ১৪)
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مَا
تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنْ النِّسَاءِ
আমি আমার পরে মানুষের
মাঝে পুরুষদের জন্য নারীদের চাইতে অধিকতর ক্ষতিকর কোন ফিতনা রেখে যাই নি। (বুখারী ৪৮০৮
মুসলিম ২৭৪০)
ফাতাওয়া লাজনাতিদ্দায়িমাতে
এসেছে,
فلا
يجوز للمرأة أن تَدرس أو تعمل في مكان مختلط بالرجال والنساء ، ولا يجوز لوليها أن
يأذن لها بذلك
সুতরাং মেয়েদের জন্য
এমন প্রতিষ্ঠানে পড়া-লেখা কিংবা চাকরি করা জায়েয হবে না যেখানে নারী-পুরুষের সহাবস্থান
রয়েছে এবং অভিভাবকের জন্য জায়েয হবে না তাকে এর অনুমতি দেয়া। (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা ১২/১৫৬)
★ একান্ত
অপারগ অবস্থায় বা বিকল্প কোন পথ না পেলে এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করা জায়েয আছে। কেননা,
الضرورات تبيح المحظورات জরুরত নিষিদ্ধ কাজকে সিদ্ধ করে দেয়। (আলআশবাহ ওয়াননাযাইর
১/৭৮)
তবে সবোর্চ্চ সতর্কতা
অবলম্বন করা জরুরি, যাতে
পর্দা লঙ্ঘন বা আল্লাহর অসন্তুষ্টি মূলক কার্যক্রম সংঘটিত না হয়। কেননা, আল্লাহ তাআলা বলেন,
فَاتَّقُوا
اللَّهَ مَا اسْتَطَعْتُمْ
অতএব তোমরা যথাসাধ্য
আল্লাহকে ভয় কর। (সূরা তাগাবুন, আয়াত নং-১৬)
★প্রিয় প্রশ্নকারী
দ্বীনি বোন!
যতদিন পর্যন্ত এই
দেশে পৃথক শিক্ষা ব্যবস্থা চালু না হচ্ছে , ততদিন প্রয়োজনের তাগিদে নিম্নোক্ত শর্তাদির সাথে উলামায়ে কেরামগণ কলেজ-ভার্সিটিতে শিক্ষা গ্রহণের পরামর্শ দেন।
১/শিক্ষা অর্জন দেশ
ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে হতে হবে।
২/ (পরিপূর্ণ
পর্দার সাথে পড়া-লেখা করতে হবে এবং) চোখকে সব সময় নিচু করে রাখতে হবে, প্রয়োজন ব্যতীত কোনো শিক্ষক/শিক্ষিকার দিকে তাকানো
যাবে না। মহিলা/পুরুষ তথা অন্য লিঙ্গের সহশিক্ষার্থীদের
সাথে তো কোনো প্রকার সম্পর্ক রাখা যাবেই না। সর্বদা অন্য লিঙ্গর শিক্ষার্থী থেকে নিজেকে
নিরাপদ দূরত্বে রাখতে হবে। ফাতাওয়া উসমানী ১/১৬০-১৭১
সহ শিক্ষা সংক্রান্ত
বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/434
পরীক্ষা দেওয়ার সময় হাত-মুখ খোলা বাধ্যতামূলক হলে করণীয়
কি- https://ifatwa.info/59512/
ছেলে-মেয়ে একই বেঞ্চে বসে পরীক্ষা দেওয়া প্রসঙ্গে জানুন- https://ifatwa.info/38708/?show=38708#q38708
★প্রিয় প্রশ্নকারী
দ্বীনি বোন!
১. আপনি উপরোক্ত শর্তগুলি
পুরোপুরি ভাবে মেনে ফ্রি মিক্সিং পরিবেশে পড়াশোনা
করতে পারেন। শর্তাবলি মেনে চলতে যা যা করা দরকার, তা তাই
করতে হবে। দাঁতে দাঁত চেপে অন্তরকে কন্ট্রোল করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তবে যদি
উপরোক্ত শর্তাবলী মেনে চলতে অনেক কষ্টকর হয়, তাহলে প্রয়োজনে ক্লাশে
কম উপস্থিত হবেন। তদুপরি দৃষ্টিগত গুনাহ হলে
ইস্তেগফার পাঠ করবেন।
আর আপনি ইচ্ছাকৃতভাবে
কোনো গায়রে মাহরাম মহিলা বা পুরুষের দিকে নজর দিবেননা, অনিচ্ছায় নজর চলে গেলে সাথে চোখ ফিরিয়ে নিবেন।
তাদের সাথে কোনো কথা বলবেননা। বৈধ ও প্রয়োজনীয় কথা হলে দৃষ্টি অবনত রেখে অল্প সময়েও
কথা বলে শেষ করবেন।
তারপরও যদি ফিতনায়
বা জিনায় জড়িয়ে পড়ার প্রবল আশংকা হয় বা পর্দার বিধানের লঙ্ঘন হয় তাহলে আপনি এমন
পরিবেশে পড়া-লেখা থেকে বিরত থাকবেন। কারণ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো
ফরজ।
২. আবার আপনি চাইলে কোনো মহিলা মাদ্রাসাতে ভর্তি
হয়েও দ্বীনি ইলম অর্জন করতে পারেন। কারণ, দ্বীনি ইলম অর্জন করা ফরজ।