ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
https://www.ifatwa.info/69220 নং ফাতাওয়ায় বলেছি যে,
(১)কারো যদি অনেক কাযা নামায থাকে। ঐ কাযা নামাজ গুলোকে আদায় করার সময় নির্দিষ্ট করা জরুরী। অর্থাৎ এভাবে নিয়ত করতে হবে যে, জীবনে যত ফজরের নামায কা'যা হয়েছে, এর মধ্য থেকে সর্বপ্রথম বা সর্বশেষ নামায এখন পড়তেছি।এভাবে নিয়ত করতে হবে।
(২)আগের অনেক দিনের কাযা নামাজ রেখে কেউ যদি নিয়মিত নামাজ পড়া শুরু করে। নিয়মিত নামাজ পড়া অবস্থায় যদি কোনো কারণবশত এক-দুই ওয়াক্তের নামাজ আবার কাযা হয়।তাহলে এই নামাজ আগের কাযা নামাজের সাথে যোগ হবে।নতুন কাযা হওয়া নামাজ না পরে ওয়াক্তের নামাজ পড়া যাবে। যেহেতু তার আগে ৬ওয়াক্তেরও অনেক বেশি নামাজ কাযা বাকি আছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5512
মোটকথাঃ-
সাহেবে তারতীবের জন্য কাযা নামাযের ধারাবাহিকতা রক্ষা করা জরুরী। তবে সাহেবে তারতীব না হলে ধারাবাহিকতা রক্ষা জরুরী নয়। হ্যা, কোন নামাযে কাযা করা হচ্ছে, সেটাকে নির্দিষ্ট করেই তখন কাযা করতে হবে।