হুজুর আরেকটা প্রশ্নের উত্তর চাই
যদি ওয়াসওয়াসা এর জন্য মনের ভিতর বিড় বিড় করে বলতে গিয়ে মুখ দিয়ে তোমাকে তালাক দিলাম উচ্চারণ করে একা একা রুমের ভিতর বা বাথরুমে গোসল করার সময় ,,,তালাক দেওয়ার কোন উদ্দেশ্য ছিলো না,,বা তালাকের নিয়ত ছিলো না মনে,,,,তাতে কি কোন সমস্যা হবে?
শয়তান শুধু মনের ভিতর ভাবায় আর একা একা মনের ভিতর বিড় বিড় করে বলতে গিয়ে মুখে উচ্চারণ হয়ে যায় একা যখন রুমে থাকে বা বাথরুমে থাকে। এতে কি কোন সমস্যা হবে?
স্ত্রীকে তালাক দেওয়ার কোন উদ্দেশ্য ছিলো না,,বা তালাকের নিয়ত ছিলো না মনে।
ওয়াসওয়াসার কারনে উদ্দেশ্যহীনভাবে নিয়ত ছাড়া কেউ ছিলো না, একা একা রুমের ভিতর যদি বিড় বিড় করে বলতে গিয়ে মুখে উচ্চারণ হয়ে যায় তোমাকে তালাক দিলাম উচ্চারণ করে। বিড় বিড় করে মনের ভিতর বলতে গিয়ে একা একা মুখ দিয়ে উচ্চারণ করে ফেলে তাহলে কোন সমস্যা হবে? যদিও কোন উদ্দেশ্য ছিলো না তালাকের।