বিসমিহি তা'আলা
জবাবঃ-
ইস্তেগফার অর্থ আল্লাহর নিকট মাফ চাওয়া,ক্ষমা চাওয়া।
রাসূলুল্লাহ সাঃ এর জীবনের(যদি হতো তবে ছিল না) সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়া হয়েছিলো।এরপরও রাসূলুল্লাহ সাঃ দিনে সত্তরবার তাওবাহ-ইস্তেগফার করতেন।
আল্লাহ তা'আলা ইস্তেগফার সম্পর্কে হযরত নূহ আঃ এর কথাকে পছন্দ করে কুরআনে তা বর্ণনা করেন।
হযরত নূহ আঃ বলেছিল,
ﻓَﻘُﻠْﺖُ ﺍﺳْﺘَﻐْﻔِﺮُﻭﺍ ﺭَﺑَّﻜُﻢْ ﺇِﻧَّﻪُ ﻛَﺎﻥَ ﻏَﻔَّﺎﺭًﺍ
(হে আল্লাহ!)অতঃপর(আমার কওমকে) বলেছিঃ তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল।
ﻳُﺮْﺳِﻞِ ﺍﻟﺴَّﻤَﺎﺀ ﻋَﻠَﻴْﻜُﻢ ﻣِّﺪْﺭَﺍﺭًﺍ
তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন।
ﻭَﻳُﻤْﺪِﺩْﻛُﻢْ ﺑِﺄَﻣْﻮَﺍﻝٍ ﻭَﺑَﻨِﻴﻦَ ﻭَﻳَﺠْﻌَﻞ ﻟَّﻜُﻢْ ﺟَﻨَّﺎﺕٍ ﻭَﻳَﺠْﻌَﻞ ﻟَّﻜُﻢْ ﺃَﻧْﻬَﺎﺭًﺍ
তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন।
সূরা নুহ-১০-১১-১২
বেশী বেশী ইস্তেগফার করলে আল্লাহ তা'আলা রাযি এবং খুশি হন।দু'আ কবুল করেন।
আর জানে মালে বরকত দান করেন।
আল্লাহ-ই ভালো জানেন।
পরামর্শ প্রদাণে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.