মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
قَالُوۡا یٰشُعَیۡبُ اَصَلٰوتُکَ تَاۡمُرُکَ اَنۡ نَّتۡرُکَ مَا یَعۡبُدُ اٰبَآؤُنَاۤ اَوۡ اَنۡ نَّفۡعَلَ فِیۡۤ اَمۡوَالِنَا مَا نَشٰٓؤُاؕ اِنَّکَ لَاَنۡتَ الۡحَلِیۡمُ الرَّشِیۡدُ ﴿۸۷﴾
তারা বলল, হে শু'আইব! তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে, আমাদের পিতৃ-পুরুষেরা যার ইবাদাত করত আমাদেরকে তা বর্জন করতে হবে অথবা আমরা আমাদের ধন-সম্পদ সম্পর্কে যা করি তাও? তুমি তো বেশ সহিষ্ণু, সুবোধ!
(সুরা হুদ ৮৭)
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَسۡـَٔلُوۡا عَنۡ اَشۡیَآءَ اِنۡ تُبۡدَ لَکُمۡ تَسُؤۡکُمۡ ۚ وَ اِنۡ تَسۡـَٔلُوۡا عَنۡہَا حِیۡنَ یُنَزَّلُ الۡقُرۡاٰنُ تُبۡدَ لَکُمۡ ؕ عَفَا اللّٰہُ عَنۡہَا ؕ وَ اللّٰہُ غَفُوۡرٌ حَلِیۡمٌ ﴿۱۰۱﴾
হে মুমিনগণ! তোমরা সেসব বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ হলে তা তোমাদেরকে কষ্ট দেবে। আর কুরআন নাযিলের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন কর তবে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। আল্লাহ সেসব ক্ষমা করেছেন এবং আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।
(সুরা মায়েদা ১০১)
★প্রশ্নে উল্লেখিত মহান আল্লাহর নাম কুরআনে সব মিলে ১১ বার পেয়েছি।
১,সুরা বাকারা আয়াত ২৩৫
২,সুরা আলে ইমরান আয়াত ১৫৫
৩,সুরা নিসা আয়াত ১২
৪,সুরা আত তাগাবুন আয়াত ১৭
৫,সুরা আস সাফফাত আয়াত ১০১
৬,সুরা বাকারা আয়াত ২২৫
৭,সুরা হজ্জ আয়াত ৫৯
৮,সুরা আত তাওবা আয়াত ১১৪
৯,সুরা মায়েদা আয়াত ১০১
১০,সুরা বাকারা আয়াত ২৬৩