আসসালমুআলাইকুম শায়েখ।
মুযাকারায়ে তালাক কাকে বলে?
এ বিষয়ে রদ্দুল মুহতারে বর্ণিত রয়েছে,
"(قَوْلُهُ: وَهِيَ حَالَةُ مُذَاكَرَةِ الطَّلَاقِ) أَشَارَ بِهِ إلَى مَا فِي النَّهْرِ مِنْ أَنَّ دَلَالَةَ الْحَالِ تَعُمُّ دَلَالَةَ الْمَقَالِ قَالَ: وَعَلَى هَذَا فَتُفَسَّرُ الْمُذَاكَرَةُ بِسُؤَالِ الطَّلَاقِ أَوْ تَقْدِيمِ الْإِيقَاعِ كَمَا فِي اعْتَدِّي ثَلَاثًا وَقَالَ قَبْلَهُ الْمُذَاكَرَةُ أَنْ تَسْأَلَهُ هِيَ أَوْ أَجْنَبِيٌّ الطَّلَاقَ".
( كتاب الطلاق، بَابُ الْكِنَايَاتِ، ٣ / ٢٩٧)
মুযাকারায়ে তালাকের অর্থ হল, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর নিকট তালাকের আবেদন করা ,অথবা তৃতীয় কোনো ব্যক্তির পক্ষ থেকে স্বামীর নিকট তালাকের আবেদন এবং তামান্না করা। এই উভয় প্রকারকে 'মুতালাবায়ে তালাক' নামে অভিহিত করা হয়।তাছাড়া স্বামী যদি ইতিপূর্বে স্ত্রীকে এক বা দুই তালাক দিয়ে থাকে,তাহলে এদ্বারাও মুযাকারায়ে তালাক প্রমাণিত হবে।এই তৃতীয় প্রকারকে তাকদীমূল ঈ'কা বলা হয়ে থাকে।(রদ্দুল মুহতার-৩/২৯৭)
হুজুর উপরের হাদীসে বর্ণিত যে স্বামী যদি স্ত্রীকে ইতি পূর্বে ১ বা ২ তালাক দিয়ে থাকে তাহলেও তালাকে মজলিস হবে বা মুজাকরায়ের তালাক হবে।
১ . হুজুর বিষয় হলো ৭ মাস আগে আমি আমার স্ত্রীকে ১ তালাক দিয়ে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিয়েছি । আখন আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমার স্ত্রী র পক্ষ থেকে কোনো সমস্যা নেই । সে আমাকে খুব ভালোবাসে আমি ও তাকে ভালোবাসি । কিন্তু ভয় হচ্ছে আগে আমি ১ বার বলে ছিলাম , দিয়ে আবার ফিরিয়ে নিয়েছি হুজুর ।
সব কিছু ঠিক আছে আখন । হুজুর আমার ভয় হচ্ছে যেহেতু আগে ১বার তালাক বলেছিলাম এই বলার জন্য কি মুজাকারায়া তালাক হবে?
আমি আমার স্ত্রী কে বলার সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিয়েছি।
আমার আখন খুব ভালো আছি। হুজুর আমার পক্ষ থেকে বা স্ত্রী র পক্ষ থেকে কোনো সমস্যা নেই।
২. হুজুর আমাদের বৈবাহিক কোনো সমস্যা হবে নাকি??