বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
3323 নং ফাতাওয়ায় আমরা উল্লেখ করেছি যে,হযরত উম্মে সালমা রাযি থেকে বর্ণিত,
عَنْ أُمِّ سَلَمَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّهَا قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ امْرَأَةُ أَبِي طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ : ( إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي مِنْ الْحَقِّ هَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا هِيَ احْتَلَمَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ إِذَا رَأَتْ الْمَاءَ )
তিনি বলেন,হযরত আবু তালহা রাযি এর স্ত্রী উম্মে সুলাইম রাযি রাসূলুল্লাহ সাঃ এর নিকট এসে বললেন,ইয়া রাসূলুল্লাহ সাঃ! নিশ্চয় আল্লাহ হককে প্রকাশ করতে লজ্জাবোধ করেন না,মহিলার উপর কি গোসল ফরয হবে, যখন মহিলার স্বপ্নদোষ হবে?রাসূলুল্লাহ সাঃ বললেন,হ্যা মহিলার উপরও গোসল ফরয হবে,যখন মহিলা পানিকে দেখবে।(সহীহ বোখারী-৩৭৩,সহীহ মুসলিম-৪৭১)
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বপ্নদোষ হওয়ার পর যদি কাপড়ে বীর্যের আছর পাওয়া যায়,তাহলেই গোসল ফরয হবে।নতুবা গোসল ফরয হবে না।
(২)উযুতে তিনবার প্রত্যেক অঙ্গকে ধৌত করা সুন্নত।অজুর অঙ্গসমূহকে কয়বার ধৌত করা হয়েছে যদি মনে না থাকে,কিংবা নামাজে মন থাকে না,তাহলেও সেই নামাজ হবে,যদিও অজুতে সুন্নত আদায় না করা এবং নামাযে মনোযোগ না থাকার কারণে সওয়াবে কিছুটা তারতম্য হবে।যদি ৩ বার না ধুয়ে ভুলে ২/১ বার অজুর অঙ্গ সমূহকে ধৌত করা হয়,তাহলে সেই উযু দিয়ে নামায পড়া যাবে।এতে কোনো সমস্যা হবে না। বিস্তারিত জানতে ভিজিট করুন-
6410