আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
129 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (39 points)

মৃত ব্যাক্তির ওয়ারিশদের মধ্যে তাঁর রেখে যাওয়া সম্পত্তি বণ্টন। 

আমার আব্বু মারা যাওয়ার সময় ১.৩৪ একর (১ একর .৩৪ শতক) জমিজমা রেখে গিয়েছেন। তাঁর ব্যাংকে ৭০ হাজার এবং আমাদের স্থানীয় বাজারে ৫০ হাজার টাকার ঋণ ছিল। আমার আব্বু আমার আম্মুর মোহর  পরিশোধ করেনি। তাঁর মৃত্যুর পর আমাদের আত্মীয়-স্বজনরা শুধু ব্যাংকের ঋণ পরিশোধ করে। 

আমরা দুই ভাই, কোনো বোন নেই। আমার আম্মু জীবিত। আমারা আব্বুর ভাই বোন জীবিত (কয়েকজন মৃত)। আমার দাদিও জীবিত। 

*** এখন আমার আব্বুর রেখে যাওয়া ১.৩৪ একর (১ একর .৩৪ শতক) জমিজমা ওয়ারিশদের মধ্যে কিভাবে বণ্টন হবে? এই সম্পত্তির ওয়ারিশ কি শুধু আমরা দুই ভাই ও আমার আম্মু হবে নাকি আরো কেও হবে?

*** মৃত ব্যক্তির ওয়ারিশ কি শুধু তার সন্তানেরা ও তাঁর স্ত্রীরাই হয় নাকি আরো কেও হয়?

1 Answer

0 votes
by (559,530 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


আল্লাহ তা’আলা বলেন,
 
 يُوصِيكُمُ اللّهُ فِي أَوْلاَدِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الأُنثَيَيْنِ فَإِن كُنَّ نِسَاء فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِن كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ وَلأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُ وَلَدٌ فَإِن لَّمْ يَكُن لَّهُ وَلَدٌ وَوَرِثَهُ أَبَوَاهُ فَلأُمِّهِ الثُّلُثُ فَإِن كَانَ لَهُ إِخْوَةٌ فَلأُمِّهِ السُّدُسُ مِن بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ آبَآؤُكُمْ وَأَبناؤُكُمْ لاَ تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعاً فَرِيضَةً مِّنَ اللّهِ إِنَّ اللّهَ كَانَ عَلِيما حَكِيمًا
 
আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেনঃ একজন পুরুষের অংশ দু?জন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারীই হয় দু' এর অধিক, তবে তাদের জন্যে ঐ মালের তিন ভাগের দুই ভাগ যা ত্যাগ করে মরে এবং যদি একজনই হয়, তবে তার জন্যে অর্ধেক। মৃতের পিতা-মাতার মধ্য থেকে প্রত্যেকের জন্যে ত্যাজ্য সম্পত্তির ছয় ভাগের এক ভাগ, যদি মৃতের পুত্র থাকে। যদি পুত্র না থাকে এবং পিতা-মাতাই ওয়ারিস হয়, তবে মাতা পাবে তিন ভাগের এক ভাগ। অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে তার মাতা পাবে ছয় ভাগের এক ভাগ ওছিয়্যতের পর, যা করে মরেছে কিংবা ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্যে অধিক উপকারী তোমরা জান না। এটা আল্লাহ কতৃক নির্ধারিত অংশ নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, রহস্যবিদ। (সূরা নিসা-১১)  
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নের বিবরন মতে আগে সমস্ত ঋন পরিশোধ করতে হবে।
আপনার বাবার যেহেতু ব্যাংকে ৭০ হাজার এবং আমাদের স্থানীয় বাজারে ৫০ হাজার টাকার ঋণ ছিল।

আপনার বাবা আমার মায়ের মোহর পরিশোধ করেনি,সুতরাং আপনার মা যদি সেটি সন্তুষ্টি চিত্তে মাফ না করে থাকে,সেক্ষেত্রে সেটিও আপনার বাবার ঋণ হিসেবে গন্য হবে।
সম্পদ বন্টনের পূর্বে সেটিও শোধ করতে হবে। 

সমস্ত ঋণ পরিশোধ করার পর যে সম্পদ অবশিষ্ট থাকবে,সেটি তার আত্মীয় স্বজনদের মাঝে নিম্নে প্রদত্ত শরয়ী পদ্ধতি মোতাবেক বন্টন করতে হবে।

মাইয়্যিয়ের মা (আপনার দাদি) ছয় ভাগের এক ভাগ সম্পদ পাবে।
মাইয়্যিতের স্ত্রী (আপনার মা) আট ভাগের এক ভাগ সম্পদ পাবে।
মাইয়্যিতের দুই ছেলে (আপনারা দুই ভাই) অবশিষ্ট  সম্পদ অর্ধেক অর্ধেক করে পাবেন।

এক্ষেত্রে মাইয়্যিতের ভাই বোনেরা বঞ্চিত হবে,তারা কোনো অংশ পাবেনা।

★সমস্ত ঋণ পরিশোধ করার পর যে সম্পদ অবশিষ্ট থাকবে,সেটি ৪৮ ভাগ করা হবে।

মাইয়্যিয়ের মা (আপনার দাদি) ছয় ভাগের এক ভাগ হিসেবে ৮ অংশ সম্পদ পাবে।
মাইয়্যিতের স্ত্রী (আপনার মা) আট ভাগের এক ভাগ হিসেবে ৬ অংশ সম্পদ পাবে।
মাইয়্যিতের দুই ছেলে (আপনারা দুই ভাই) অবশিষ্ট  সম্পদ ১৭ অংশ করে দুইজন মোট ৩৪ অংশ পাবেন।

আপনার বাবার ভাই বোনেরা বঞ্চিত হবে,তারা কোনো অংশ পাবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...