আসসালামু আলাইকুম, প্রায়ই শুনা যায় প্রতিশ্রুতি বদ্ধ সাদাকা করার কথা,,এটা কি,,কিভাবে করে?
আর আমি যদি কোন দোয়া কবুলের নিয়তে সাদাকা করি তবে সেটা কি হবে?আর কিভাবে নিয়ত করলে তা উত্তম হবে?
প্রায়ই রাস্তায় ফকির মিসকিন দেখা যায়,এখন আমরা ত মানুষের অন্তরের খবর জানি না,,অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তি করে,,সেক্ষেত্রে আমি আসলেই একজন যোগ্য ব্যাক্তিকে দিচ্ছি কিনা বা তাকে দানের মাধ্যমে আমি আসলেই উপকৃত হতে পারবো কিনা,,সাওয়াবের আশা করতে পারবো কিনা কিভাবে বুঝব?আর আপনাদের জানামতে আমাকে কি এমন কোন সোর্স বলতে পারবেন যেখানে সাদাকা করলে সেটা উত্তম হবে,,আমি স্টুডেন্ট,, খুব বেশি ত করতে পারি না,,তবে যতটা করতে পারি সেটা যেন উত্তম জায়গায় পৌছায় সেই আকাঙখা করি।জাযাকাল্লাহ