আসসালামু আলাইকুম
পুর্বে একটা প্রশ্ন করেছিলাম যেটা ভালোভাবে বুঝিয়ে করতে পারি নাই তাই পুনরায় করলাম
১/স্ত্রী তার শ্বাশুড়ির সাথে ঝগড়ার এক পর্জায়ে তার স্বামীকে বলে যে আমাকে তালাক দে আমাকে ছেড়ে দে।তখন স্বামীও বলছে যে,, "যা দিলাম"
ক/স্বামীর এইভাবে বলার কারনে কি স্ত্রী একেবারেই হারাম হয়ে গেছে?
খ/স্বামী "যা দিলাম" বলার সময় যদি তালাকের নিয়ত না করে থাকে তাহলে কি তালাক হবে?যেহেতু স্ত্রী বলেছে যে তালাক দে,তখন স্বামী বলেছে "যা দিলাম"
গ/স্বামী যদি কয় তালাক দেওয়ার উদ্দেশ্য উক্ত কথাটা বলেছে সেটা যদি নিয়ত না করে (১,২,৩তালাকের মধ্যে কোনোটারই নিয়ত করে নাই) তাহলে কি তালাক হবে?জদিও তালাক হয় তাহলে কি স্ত্রী একেবারেই হারাম হয়ে যাবে নাকি পুনরায় বিবাহ ছাড়া আবার ফিরিয়ে নিতে পারবে?
ঘ/বিয়ার পুর্বে কেউ যদি একাধিক বার শর্তজুক্ত তালাক দিয়ে রাখে এবং বিয়ার আগেই উক্ত শর্ত গুলো পাওয়া গেলে বিয়ার পরে কয় তালাক পড়বে?নাকি বিয়ার পরে সে তার স্ত্রীর সাথে রজয়ি করতে পারবে?নাকি এক বা তিন তালাকে বায়েন হবে?আমার তো মনে হচ্ছে যে একেবারে স্ত্রী হারাম হবেনা যেহেতু মুহুর্তটা ছিলো ঝগড়ার,আর জদিও স্বামী স্ত্রীর কথার উপরে ভিত্তি করে বলেছে "যা দিলাম"।
ঙ/স্ত্রী স্বামীকে বলেছে যে তালাক দে,ছেড়ে দে,স্বামীও এর উত্তরে বলেছে যে,, যা দিলাম,
এর ফলে কি কেনানা তালাক হবে?আর এটা কি প্রত্যাহারযোগ্য তালাক হবে নাকি এক তালাকে বায়েন হবে?যদি এক তালাকে বায়েন হয় তাহলে কি হিল্লা ছাড়া বিয়া করা যাবে?ঝগড়ার সময় এই ঘটনাটা ঘটে
2/পুর্বে আমি এমন কথা বলেছি যে আমি যদি ওই মেয়েকে ছাড়া অন্য মেয়েকে বিয়া করি তাহলে সে মেয়ে তা,,,,,,,হবে।কিন্তু এখন আমার এমন মনে হচ্ছে যে তা,,,,হবে বলছি নাকি হবেনা বলছি এটা নিয়ে সন্দেহ হচ্ছে এখন যদি ওই মেয়ে ছাড়া অন্য মেয়েকে বিয়া করি তাহলে কি সে তা,,,,হবে?
৩/আমার এমন মনে হচ্ছে যে আমি এমন কথা বলেছি যে আমি যদি ওই মেয়েকে ছাড়া অন্য মেয়েকে বিয়া করি তাহলে তারা তা,,,,,,,।কিন্থ এটা নিয়েও সন্দেহ হচ্ছে যে এটা বলছি নাকি বলি নাই এখন যদি বিয়া করি তাহলে কি স্ত্রী তালাক হবে? আর যদি এমন হয় যে আমি পুর্বে স্পষ্টভাবে এমন কথা বলেছি কিন্তু এখন আমার মনে নেই বা মনে করতে চাইলেও মনে করতে পারতেছিনা যে আসলেই কি বলছি নাকি বলি নাই এর ফলে কি তালাক হবে?যদি বলেও থাকি কিন্তু এখন আমি নিশ্চিত না অর্থাৎ সন্দেহ হচ্ছে।
৪/কেউ যদি বিয়ার আগে একবার শর্তজুক্ত তালাক দিয়ে রাখে তাহলে বিয়ার পরে কয় তালাক হবে?আর একবার শর্তজুক্ত তালাক দিলে কি আর সংসার করা জাবেনা।
৫/কেনায়া তালাকের পরে যদি সেটা এক তালাকে বায়েন হয় তাহলে কি নতুন করে বিয়া করলেই হবে নাকি এক তালাকে বায়েন হলেও হিল্লা করতে হবে?
৬/সন্তান কি তার বিধবা মাকে বিয়া দিতে পারবে?
উত্তর গুলোর খুব প্রয়োজন, উত্তর পেলে এটার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ