আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
209 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (11 points)

আসসালামু আলাইকুম শাইখ,

আমার স্ত্রী কাজী অফিসে গিয়ে আমাকে তালাক দেয়। এখন আমার প্রশ্ন হলো, আমি স্বামী হিসেবে মুখে একটি বারের জন্য ও তাকে তালাক দেই নাই। সে আমাকে সরকারী আইন অনুযায়ী তালাক দিয়েছে। আমার যেদিন বিয়ে সেদিন আমি আমার বাসা থাকা অবস্থাতেই নিয়ত ছিল আমি স্ত্রীকে সরকারী ভাবে তালাক দেয়ার অনুমতি দেবো নাহ, বিয়ের অনেক আগে থেকেই আমার নিয়ত এটা। কিন্তু বিয়ে বাড়িতে যাওআর পর তা আমি ভুলে যাই মানে যখন আমি বিয়ের রেজিস্ট্রেশন পেপারে সাইন করি তখন ও আমার 18 নং ঘরে অনুমতি না দেয়ার কথা মনে ছিল নাহ বা কাজী সাহেবকে বলতেও মনে ছিল নাহ। মোট কথা বিয়ের আগে নিয়ত ছিল অনুমতি দেভোই নাহ কিন্তু বিয়ের দিন তা জানাতেই ভুলে গেছি। যদি আমার মনে থাকতো তভে আমি অবশ্যই অবশ্যই অনুমতি দিতাম নাহ।

তারপর কাজী অই 18 নং ঘরে অনুমতি নিজেই লিখে দেন। এখন আমার স্ত্রী অই অনুমতির স্বাপেক্ষেই আমাকে তালাক দিয়েছে। আর তালাকের পেপারে কয় তালাক দিয়েছে তা উল্লেখ নেই, মানে অই অনুমতির ক্ষমতাবলেই মূলত তালাক টা দেয়া হয়েছে।

আশা করি বুঝাতে পেরেছি, এখন প্রশ্ন হলো, তালাক কি হয়ে গিয়েছে নাকি সে এখন ও আমার স্ত্রী?

1 Answer

0 votes
by (583,410 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেহেতু স্বামী তালাকের অধিকার দেয়নি, শুধুমাত্র স্বাক্ষরের কারণে স্ত্রী দিয়ানাতান তথা আল্লাহর আদালতে স্ত্রী তালাকের কোনো অধিকার পাবে না। তবে কাযাআতান তথা দুনিয়ার সাধারণ নিয়ম হিসেবে তথা স্ত্রী যদি কখনো কোর্টে তালাকের অধিকার নিয়ে মামলা দায়ের করে, তাহলে কাযী বা বিচারক স্ত্রীকে তালাকের অধিকারীনী বলে সিদ্ধান্ত দিবেন।কেননা যেভাবেই হোক কাবিনননামায় তো তালাকের অধিকার দেয়া হয়েছে,এবং স্বামীর স্বাক্ষরও তাতে রয়েছে।

كُلُّ كِتَابٍ لَمْ يَكْتُبْهُ بِخَطِّهِ وَلَمْ يُمِلَّهُ بِنَفْسِهِ لَا يَقَعُ بِهِ الطَّلَاقُ إذَا لَمْ يُقِرَّ أَنَّهُ كِتَابُهُ كَذَا فِي الْمُحِيطِ (الفتاوى الهندية،1/379, المحيط البرهانى،-4/486، تاتارخانية، -3/380)
ভাবার্থ- প্রত্যেক ঐ তালাকনামা যা স্বামী লিখেনি,স্বামী অস্বীকার করলে কোনো তালাকই পতিত হবে না।

সারমর্মঃ-
স্বামীর স্বতঃস্ফূর্ত অনুমোদন ব্যতিত স্ত্রী কখনো তালাকের অধিকার পাবে না। স্বামীকে সরাসরি জিজ্ঞাসা না করে কাজী নিজ পক্ষ্য থেকে যদি ১৮ নং কলামে স্ত্রীকে অধিকার দিয়ে দেয়, তাহলে স্ত্রী তালাকের অধিকার পাবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/52353

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কাজী সাহেব যদি আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই তালাকের অধিকার স্ত্রীকে দিয়ে দেন, সম্মতি লিখে দেন, এবং আপনি না বুঝে সেখানে সাক্ষর করে নেন, তাহলে দিয়ানাতান অাপনার স্ত্রী তালাকের অধিকার পাবে না, হ্যা, কাযাআন তালাকের অধিকার পাবে।

সুতরাং সে যদি তাফবীযে তালাককে গ্রহণ করে, তাহলে কাযাআতান সে আপনার স্ত্রী থাকবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...