আসসালামু আলাইকুম।
হুজুর,
আমি খুবই বাজে ভাবে ওয়াসওয়াসায় আক্রান্ত। মনের মধ্যে আল্লাহকে নিয়ে বিভিন্ন রকম খারাপ চিন্তা ও তালাকের ওয়াসওয়াসা সর্বদা আসতে থাকে। ইতি মধ্যেই শায়েখ ইমদাদুল হুজুর আমার করা বিভিন্ন প্রশ্নে আমাকে ওয়াসওয়াসা গ্রস্ত ব্যাক্তি বলে আখ্যায়িত করেছেন। তারপরেও কিছু প্রশ্ন আমাকে খুবই পেরেশান করছে। তাই আপনার নিকট প্রশ্ন করলাম ।
(১) একদিন আমার স্ত্রীর উপর রাগ করে আমি বলেছিলাম যে,
"আমি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকি তাহলে তোমার বাবার বাসায় আর কোনদিন যাবো না। "
এখন যদি আমার স্ত্রীর বাবার বাসায় যাই তাহলে কি আমি নাস্তিক হয়ে যাবো?
বা গেলে আমার কি কোন গুনাহ হবে?
(২) হাচি দেবার পর মনে মনে আলহামদুলিল্লাহ বলতে যাবো সেসময় মনে হচ্ছে আমি যেন "তালাক" উচ্চারন করছি, এমন মনে হচ্ছিল। এজন্য ভাল ভাবে আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। তাই পরে আবার আমি মনে মনে আলহামদুলিল্লাহ বলার ট্রাই করছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম যে, তখন তালাক বলে ফেলেছিলাম কিনা। এমন উচ্চারন নিয়ে সন্দেহ আমার একটার পর একটা আসতেই থাকে। এতে কি তালাক পতিত হবে শায়েখ??
(৩) মাঝে মাঝে আল্লাহকে নিয়ে এত নোংরা চিন্তা আসে যা আমি বলতে লজ্জাবোধ করছি। গতকাল বাইক চালানোর সময় চোখো পোকা পড়লে মনে হচ্ছে আমি মনে মনে আল্লাহকে গালি দিচ্ছি। কোন সুন্নাত যদি এমনিতে অলসতা করে পালন না করি তবে মনে হয় আমি মনে হয় ওই সুন্নাতটা মানি না। প্লেটে ভাত রাখলে মনে হয় আমি খাবার চেটে খাওয়াকে সুন্নত মনে করি না। এমন বহু আজে বাজে কথা আমার মনে চলে আসে। এছাড়া বিভিন্ন ধরনের শিরিকি ও কুফুরি কথা আমার মনে আসে। এতে আমি হতাশ হই। নিজেকে অপরাধী মনে হয়। এতে কি আমার ঈমান চলে যাবে?