আসসালামু আলাইকুম হুজুর!আশাকরি আপনাদের সকলকে আল্লাহ তায়ালা ভালো রেখেছেন।আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি পূর্বের থেকে।
আলহামদুলিল্লাহ হুজুর আমার সব সমস্যা দূর করেছেন আল্লাহ তায়ালা,এজন্য আপনার নিকট আমি অনেক শুকরগোজার,আপনি অনেক অনেক সময় দিয়ে আমার মত এই অধম কে সাহায্য করেছেন,দিক নির্দেশনা দিয়েছেন।
হুজুর আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে আর প্রশ্ন করবোনা,বিশেষ করে তালাকের ওয়াসওয়াসা বিষয়ে। আমি এখন যে প্রশ্ন করবো সেটার উত্তর এর আগেও আপনি দিয়েছেন এবং আমি সেটাকে মান্য করি।মনের ভিতর একটা খুতখুতানি দিচ্ছে কিছুদিন ধরে যে মাসালা তে কোনো ভূল নাই তো! হুজুর নিজের অজান্তে কোনো ভূল করে নাই তো ইত্যাদি ইত্যাদি। আমি মনের সাথে অনেক যুদ্ধ করেছি, পরে ভাবলাম শুধু একবার জিজ্ঞাসা করেই নেই।কারন মিনের ভিতর খুতখুতানি আসলে একদম ভালো লাগেনা।
হুজুর আমার বিগত প্রশ্ন গুলির লিংক
https://ifatwa.info/64956/ &
https://ifatwa.info/65004/ &
https://ifatwa.info/65004/
★আমার প্রশ্ন ছিলো এইটা.................
হুজুর ধরেন একটা বিষয়ে শর্তারোপ করা হয়েছে এবং যে বিষয়ে শর্তারোপ করা হয়েছে তার কয়েকটি দিক রয়েছে।এখন কোন দিকটা শর্ত দেয়া হয়েছে তা নির্ধারণ করা হবে কিভাবে?? আপনি বলেছিলেন যখন মুখে উচ্চারিত শব্দের মাঝে বিরোধ দেখা দিবে তখন নিয়্যাত যেই ছুরুতের উপর ছিলো সেই ছুরুত কেই শর্ত হিসেবে ধরা হবে।আর মুখে যা উচ্চারণ করা হয়নাই এমন কোনো কিছুর নিয়্যাত করলে তা ধর্তব্য হবেনা।এইটা তো ঠিক আছে তাইনা?
হুজুর আপনি উত্তর দিয়েছিলেন এগুলা.......................
★প্রশ্নে উল্লেখিত ছুরতে এখানে যে শব্দ বলে কসম কাটবে, তার নিয়ত যদি ঐ শব্দের চাহিদার বিপরীত না হয়,বরং ঐ শব্দ সেই নিয়তেরও সম্ভাবনা রাখে,এমন হতে হবে।তার খেলাফ হওয়া যাবেনা।
★স্পষ্ট মুখে উচ্চারণ এর পর সেটির খেলাফ বা বহির্ভুত কোনো নিয়ত থাকলে সেটি গ্রহনযোগ্য হবেনা।তবে এর পক্ষে কোনো নিয়ত থাকলে বা কোনো ছুরতকে বাদ দেয়ার নিয়ত থাকলে সেই নিয়তটি গ্রহনযোগ্য হবে।
⚠️এখন আমার নতুন প্রশ্ন হলো.....
১/হুজুর আপনি যে নিয়ম বা মাসালা বলেছেন সেইটা তো একদম ঠিক আছে তাইনা?? মানে এটা তো সু প্রসিদ্ধ মাসালা?....... (হুজুর বেয়াদবি মাফ করবেন,,মনে যা ওয়াসওয়াসা দেয় তাই আপনাকে বললাম। আমি আপনাকে বিশ্বাস করি এবং আস্থা রাখি।আপনি একজন কওমি আলেম আলহামদুলিল্লাহ)
২/ হুজুর আমি এর আগে উদাহারন দিয়েছিলাম,আমি লিংক দিয়ে দিচ্ছি...লিংক:
https://ifatwa.info/65004/..... হুজুর লিংকের ১&২ নং প্রশ্নের জবাব এবং আমার বুঝ টা তো সঠিক ছিলো তাইনা?.......................................(হুজুর আমি আবারো বলছি বেয়াদবি মাফ করবেন,আপনি বলেছিলেন যে আমার বুঝ ঠিক আছে তারপরো আমি আবার ওয়াসওয়াসা কে দূর করার জন্যে প্রশ্ন করলাম।কিছু মনে নিয়েন না প্লিজ)
৩/হুজুর আপনারা যে মাসালা গুলি দেন তা তো সব হানাফি ফিকহ অনুযায়ী দেন তাইনা?কারন আমরা তো হানাফি।আর সব তো যাচাই-বাছাই করে, গবেষণা করেই তারপর উত্তর দিয়ে থাকেন তাইনা?
৪/হুজুর শর্তযুক্ত তালাকের মাসালা আর কসমের মাসালা একই হয়? মানে উভয় যায়গা তেই তো শর্ত যুক্ত করা হয় সেজন্য বললাম।
৫/হুজুর এইটা আমার আবেদন।আপনারা যদি পারেন ওয়াসওয়াসা জানিত রুগিদের জন্যে একটা বিস্তারিত আর্টিকেল লিখতেন এবং সকল সমস্যা এবং সমাধান তুলে ধরতেন তাহলে মনে হয় খুবই উপকারে আসতো ওয়াসওয়াসা জানিত রুগিদের জন্যে। ওয়াসওয়াসা জানিত রুগিদের বিশেষ করে ধর্ম নিয়ে যাদের ওয়াসওয়াসা আসে তাদের মধ্যে ৯০% রুগিদের কে শয়তান পাকড়াও করে।মানসিক কোনো অসুস্থতা থাকেনা।খুবই কষ্ট হয়,,,,
আলহামদুলিল্লাহ হুজুর আশাকরি এরপরে আর প্রশ্ন করা জরুরত পরবেনা এই বিষয়ে আপনাদের নিকট।দোয়া করবেন আমার জন্যে।