আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
144 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (27 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
১.সাদাস্রাব লাগলে সালোয়ার কি তিনবার পাক করে ধুতে হবে যদি অনেকখানিক জায়গা জুড়ে লাগে?

২.একবার উমরাহতে গিয়ে কয়েকবার নফল উমরাহ করার নিয়ম ভালোভাবে জানতে চাই।

৩.কাবাঘরের দিকে ১ পলক তাকালে ১০ লক্ষ নেকি পাওয়া যায়, এইটা কি ঠিক?
কাবাঘরের দিকে তাকানোর আর কি কোনো ফজিলত আছে?

৪.মেয়েদের রিয়াজুল জান্নাহতে যাওয়ার জন্য App দিয়ে কোনো রেজিষ্ট্রেশন করা হয়নি, এখন আর কোনো উপায় আছে কি রিয়াজুল জান্নাহতে যাওয়ার?

৫.নফল তাওয়াফ করতে কি প্রতিবারই হাজবেন্ডকে ওই পর্যন্ত নিতে হবে? নাকি সে যদি হোটেলে থাকে আর আমি কয়েক মহিলার সাথে যাই নফল তাওয়াফ করতে তাহলে হবে?

1 Answer

0 votes
by (565,920 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


(০১)
সাদাস্রাব লাগলে সালোয়ার তিনবার ধোয়া লাগবে,এবং প্রত্যেক বার নিংড়িয়ে নিতে হবে। 

এক্ষেত্রে সালোয়ারে সাদা স্রাব লেগে থাকা স্থান নির্দিষ্ট ভাবে জেনে থাকলে শুধু সেই স্থান এভাবে তিনবার ধোয়া লাগবে।

(০২)
১ম উমরাহ এর কাজ শেষ করার পর মসজিদে আঈশাতে গিয়ে পুনরায় ২য় উমরাহ এর নিয়তে ইহরাম বাধতে হবে।
তার পর উমরাহ এর যাবতীয় কাজ ১ম উমরাহ এর ন্যায় আদায় করবে।

এভাবে সেই সফরে যতবার উমরাহ করতে চাইবে,প্রত্যেক বার মসজিদে আঈশাতে গিয়ে পুনরায়  ইহরাম বাধতে হবে।

আরো জানুনঃ- 

(০৩)
এটি সঠিক নয়। 

তবে কাবা ঘরের দিকে তাকানো ইবাদত,ছওয়াব মর্মে কিছু হাদীস রয়েছে।

আবু হুরায়রা রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
[خمس من العبادة : قلة الطعام ، والقعود في المساجد ، والنظر إلى الكعبة ، والنظر في المصحف ، والنظر إلى وجه العالم [وهو حديث ضعيف جداً- ضعيف الجامع الصغير رقم:2855
“পাঁচটি জিনিস ইবাদতের অন্তর্ভুক্ত। যথা:
১) কম খাওয়া।
২) মসজিদে বসে থাকা।
৩) কাবার দিকে তাকানো।
৪) মুসহাফ (কুরআন) এর দিকে তাকানো।
৫) আলেমের চেহারার দিকে তাকানো।”

شعب الإيمان - (10 / 267):
"أخبرنا أبو عبد الله الحافظ، أخبرني أبو علي الحافظ، أنا أبو يعلى أحمد بن علي الموصلي، نا أبو ياسر عمار المستملي، نا سعيد بن زيد، عن محمد بن حجادة، عن طلحة بن مصرف، عن إبراهيم، عن علقمة، عن عبد الله، قال: "النظر إلى الوالد عبادة، والنظر إلى الكعبة عبادة، والنظر في المصحف عبادة، والنظر إلى أخيك حبا له في الله عبادة".

হযরত আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত,
মাতা পিতার দিকে তাকানো ইবাদত।
কা'বার দিকে তাকানো ইবাদত।
কুরআনের দিকে তাকানো ইবাদত।
নিজ ভাইয়ের প্রতি মুহাব্বতে তার দিকে তাকানো ইবাদত।
(বাইহাকি শুয়াবুল ঈমান ১০/২৬৭)

★হাদীস গুলো জয়ীফ।

(০৪)
এমতাবস্থায় এখন আর রিয়াজুল জান্নাহতে যাওয়ার কোনো উপায় আছে কিনা,সেটি সংশ্লিষ্ট দায়িত্বরত থেকে বা সংশ্লিষ্ট কাহারো থেকে জেনে নেয়ার পরামর্শ রইলো ।

(০৫)
যেহেতু এখানে রাস্তা নিরাপদ, আর নিরাপত্তাও রয়েছে,জানা মতে ফিতনার আশংকাও নেই।
সুতরাং আপনার স্বামী যদি হোটেলে থাকে আর আপনি যদি কয়েক মহিলার সাথে দিনের বেলা নফল তাওয়াফ করতে যান, তাহলে হবে।
এটি জায়েজ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 233 views
...