আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
143 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (21 points)
edited by

আসসালামু আলাইকুম শায়েখ আমার বিয়ে হইছে অন্যজায়গায়। বিয়ের আগে প্রেম ছিল। হেদায়েত পাওয়ার পর যোগাযোগ করিনি। আমার বিয়ের পর ইজাব কবুলের মাসআলা পড়ে ওয়াসওয়াসা আসতো। ছেলেটাকে জিজ্ঞেস করছি ছেলেটা বলছে কোন ইজাব কবুল হয় নাই। ছেলেকে জিজ্ঞেস করার আগেই শিওর হইছি কোন ইজাব কবুল হয় নাই সব ওয়াসওয়াসা। আমার মাকে ছেলেটা মাঝে মাঝে ফোন দিতো। এই বিষয় নিয়ে কথা বলতেছিলাম মায়ের সাথে। আমার মা বলছে ওই ছেলের মাথা খারাপ যখন যা মনে আসে তাই বলে। উল্টো পাল্টা কথা বলে। আমি বলছি মাথা খারাপ মানে কি সে কি আমাকে নিয়ে কোন বাজে কথা বলছে। আমরা যেসব প্রশ্ন করছি তার উত্তর তো না বলছে। আমার মা বলছে হ্যা তখন সত্যি কথা বলছে।  এখন পুরনো কথা টানিস/বলিস না তো আমার মাথা খারাপ হয়ে যাবেনে আমার পুরনো কথা মনে থাকে না ( এমন বলছে কি না শিওর না্। তবে বললে কি হবে উত্তর দিবেন প্লিজ)।

(১)  এখন প্রশ্ন হলো আমার মায়ের সাথে আমার ওয়াসওয়াসা নিয়ে ঐ ছেলের কথা হইছিল আমার মা বলছিল সে ই ছেলেটা বলছে না এমন কিছু হয় নাই। আমি ও শুনছিলাম ছেলে টা বলছিল বৈধ ভাবে কখনো কিছু হয় নাই।  হারাম সম্পর্ক ছিল। তবে আমি মাঝে ভুলে গেছিলাম। মা বলছে ঐ ছেলে না বলছে। ভুলে গিয়ে ওই ছেলের বিয়ের বিষয় নিয়ে মা বলতে ছিল কথা আমি ভাবছিলাম আমাকে নিয়ে হয়তো বলছে। কিন্তু পরে ক্লিয়ার হয় সব যে আমাকে নিয়ে বলে নাই।https://ifatwa.info/61307/ এই লিংকের ১ নং প্রশ্নের উত্তর আছে আমার সেই ভুলবুঝাবুঝির বিষয় নিয়ে।  আপনারা বলেছে বৈবাহিক জীবনে কোন সম্যসা হবে না। আর আমার এখন মনে পড়লো যে দিন কথোপকথন হইছে ঐ দিন আমি নিজ কানে শুনছিলাম ছেলেটা বলছে বৈধ ভাবে কখনো কিছু হয় নাই। হারাম সম্পর্ক ছিল এখন মায়ের সাথে উপরোক্ত কথোপকথনে তো কোন তালাক বা মিথ্যা স্বীকারোক্তি হবেনা  এবং আমার বৈবাহিক জীবন তো শুদ্ধ তাই তো শায়েখ?

 

(২) বাজারে জেলি যেমন প্রান জেলি এগুলো কি হালাল?

 

(৩) গোসল ফরজ হলে সহবাস জনিত কারণে। তারপর গোসল না করে রোজার নিয়ত করলে এবং গোসল না করে ইফতার করলে কি রোজা হয়? 

 

(৪) মিথ্যা বলা গুনাহ জানি আমি একটা মিথ্যা কথা বলছি আমার মা শুনে বলছে আলহামদুলিল্লাহ এতে কি ডবল গুনাহ হবে আমার?

 

(৫) বাসায় গাছ লাগিয়ে পানি দিলে সদকার সওয়াব হয় কথা কি সত্য?

৬. স্বামী কোথাও গেলে স্ত্রী কে না বললে স্ত্রী স্বামী কে ফোন দিতে দিতে তবে স্বামী রিসিভ করে নাই রিং হওয়ার স্ত্রী মনে মনে বা মুখে এমন বলে যদি যে কুস্টিয়ায় কেন গেছেন ঢলাঢলি করতে। এমন কথায় কি লিআন বা তালাক তো হয় না তাই তো শায়েখ?  মুখে বলেনাই স্ত্রী শিওর মনে মনে হঠাৎ এমন কথা আসছে। 

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
এখন আপনার মায়ের সাথে উপরোক্ত কথোপকথনে কোন তালাক বা মিথ্যা স্বীকারোক্তি হবেনা  এবং আপনার বৈবাহিক জীবন শুদ্ধ।
আলহামদুলিল্লাহ। 

(০২)
হ্যাঁ, এগুলো হালাল।
(তবে কোনো জেলিতে যদি নিশ্চিত ভাবে কোনো হারামের মিশ্রণ এর প্রমান পাওয়া যায়,সেক্ষেত্রে সেটি  হারাম হবে।)

(০৩)
এক্ষেত্রে যদি সুবহে সাদিক এর আগেই অর্থাৎ সাহরির ওয়াক্ত শেষ হওয়ার আগেই সহবাস শেষ হয়,সেক্ষেত্রে 
গোসল না করে রোজার নিয়ত করলে এবং গোসল না করে ইফতার করলে রোজা হবে।

প্রশ্নে উল্লেখিত ছুরতে রোযা হয়ে হবে। কিন্তু ফজরের নামায ইচ্ছেকৃত কাযা করলে কবীরা গোনাহ হবে।
,
তাই নামাযের মত গুরুত্বপূর্ণ ইবাদত বিষয়ে অলসতা করা যাবে না।
রাতেই গোসল করে নিতে হবে।
,
أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَىٰ نِسَائِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ ۖ فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ ۚ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ ۚ [٢:١٨٧]

রোযার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে, তোমরা আত্নপ্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন। অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস কর এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন, তা আহরণ কর। আর পানাহার কর যতক্ষণ না কাল রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোযা পূর্ণ কর রাত পর্যন্ত। [সূরা বাকারা-১৮৭]

(০৪)
ডাবল গুনাহ হবেনা,তবে আপনার উপর তওবা আবশ্যক। 

হ্যাঁ, যদি আপনি পূর্ব কাহারো সাথে মিথ্যা বলার পর সেই মিথ্যা বলার বিষয়টি মায়ের সামন্র এসে বলেন,সেক্ষেত্রে গুনাহ প্রকাশ করার দরুন গুনাহ হবে। 

(০৫)
এক্ষেত্রে ভবিষ্যতে সেই গাছ থেকে অন্যরা উপকৃত হলে আপনি সদকার ছওয়াব পাবেন।

(০৬)
এমন কথায় লি'আন বা তালাক হয় না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...